খবর অনলাইন ডেস্ক: অপার রহস্যে ভরা প্রাচীন মিশর। ১০০ বছরের বেশি সময় আগে মিশরে খোঁজ মিলেছিল ফারাও তুতানখামেনের সমাধি। সেই সমাধির খোঁজ মেলার একশো বছর পর মিশরে সম্প্রতি খোঁজ মিলেছে ফারাও দ্বিতীয় থুটমোজের সমাধি। ফারাও দ্বিতীয় থুটমোজের মমি আগেই মিলেছিল অন্য জায়গায়। তবে এত দিন সমাধির খোঁজ মেলেনি।
১৯২২ সালে হাওয়ার্ড কার্টার ফারাও তুতানখামেনের সমাধির আবিষ্কার করেন। এর পর এই প্রথম বার মিশরের কোনো ফারাওর সমাধির খোঁজ মিলল।
প্রাচীন মিশরের ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায় প্রথম থুটমোজ আর তৃতীয় থুটমোজ ফারাওদের মধ্যে লড়াকু বলে পরিচিত ছিলেন। খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকে ছিল তাঁদের শাসনকাল। তাঁদের আমলে সেনাবাহিনীর প্রসার, একাধিক সৌধ নির্মাণ করা হয়। এই দুই ফারাওয়ের শাসনকালের মধ্যে অল্প কিছু দিনের জন্য রাজত্ব করেন ফারাও দ্বিতীয় থুটমোজ। বছর দশেক তিনি শাসন করেন। মাত্র ৩০ বছরে তাঁর মৃত্যু হয়। দেইর-এল বাহারি সমাধিমন্দিরের কাছে তাঁর মমি মেলে ১৯ শতকে। তবে সে সময় মেলেনি সমাধি।
মিশরের পর্যটন ও প্রত্নতাত্ত্বিক দফতর জানায়, লুক্সর ও ভ্যালি অফ কিংসের পশ্চিমে মাউন্ট অফ থেবিস এলাকায় মিলেছে ফারাও দ্বিতীয় থুটমোজের সমাধি। ফারাও দ্বিতীয় থুটমোজের স্ত্রী ছিলেন প্রাচীন মিশরের অন্যতম শক্তিশালী মহিলা ফারাও হাতশেপসুট। স্বামী দ্বিতীয় থুটমোজের মৃত্যুর পর সিংহাসনে আসীন হন হাতশেপসুট। তবে তাঁর সমস্ত কৃতিত্ব মুছে দেন সৎ ছেলে ফারাও তৃতীয় থুটমোজ। ফারাও দ্বিতীয় থুটমোজের মমি রয়েছে ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনের সংগ্রহশালায়।