সিপিআই(এম) তাদের খসড়া রাজনৈতিক প্রস্তাবে মোদী সরকারকে সরাসরি ফ্যাসিবাদী সরকার হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বর্তমান বিজেপি-আরএসএসের অধীনে হিন্দুত্ববাদী-কর্পোরেট কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বিদ্যমান, যা ‘নব্য-ফ্যাসিবাদী বৈশিষ্ট্য’-এর। তবে, একে সম্পূর্ণরূপে ফ্যাসিবাদী সরকার বা রাষ্ট্র হিসেবে অভিহিত করা হচ্ছে না।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে যে, দশ বছরের শাসনকালে বিজেপি-আরএসএস একটি হিন্দুত্ববাদী-কর্পোরেট স্বৈরাচারী শাসনব্যবস্থা তৈরি করেছে, যা নব্য-ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাচ্ছে।
উল্লেখ্য, সিপিআই মোদী সরকারকে ফ্যাসিবাদী সরকার হিসেবে অভিহিত করেছে, এবং সিপিআই(এমএল) আরও এক ধাপ এগিয়ে দাবি করেছে যে, ভারতে ইতিমধ্যেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তবে, সিপিআই(এম) এই উভয় অবস্থানকে না মেনে করে তাদের নিজস্ব স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে।
প্রস্তাবে ব্যাখ্যা করা হয়েছে যে, মুসোলিনি ও হিটলারের যুগের ফ্যাসিবাদকে ‘ক্লাসিক ফ্যাসিবাদ’ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে পরবর্তী সময়ের প্রকাশকে ‘নব্য-ফ্যাসিবাদ’ বলা হয়। ‘ক্লাসিক ফ্যাসিবাদ’ আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব থেকে উদ্ভূত, যেখানে নব্য-ফ্যাসিবাদ নব্য-উদারনীতির সংকটের ফলাফল।
এই খসড়া রাজনৈতিক প্রস্তাবটি এপ্রিল মাসে মাদুরাইয়ে অনুষ্ঠিতব্য পার্টি কংগ্রেসের আগে প্রকাশ করা হয়েছে।
এদিকে, সিপিআই কেরালা শাখার সম্পাদক বিনয় বিশ্বম বলেছেন, “আরএসএসের নেতৃত্বাধীন মোদী সরকার একটি ফ্যাসিবাদী সরকার। আরএসএস সম্পূর্ণরূপে একটি ফ্যাসিবাদী সংগঠন। তাদের নেতৃত্বাধীন বিজেপি সরকারও ফ্যাসিবাদী। সিপিআই(এম)কে তাদের অবস্থান পরিবর্তন করতে হবে।”