Homeখবররাজ্যস্বাস্থ্য দফতর কেন নিজের হাতে? চিকিৎসকদের সামনে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য দফতর কেন নিজের হাতে? চিকিৎসকদের সামনে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর

প্রকাশিত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতে রেখেছেন। সোমবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রীর মতে, স্বাস্থ্য দফতরের কাজের পরিসর অত্যন্ত বৃহৎ এবং এর উন্নয়ন ও নজরদারি এক জন ‘রাজ্যমন্ত্রী’র পক্ষে সম্ভব নয়। তাই তিনি নিজেই এই দফতর পরিচালনা করছেন।

সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের সময়কালের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে বর্তমান সরকারের কাজের তুলনা করেন। তিনি অভিযোগ করেন, বাম জমানায় স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করা হত এবং এক জন রাজ্যমন্ত্রী দফতরটি চালাতেন, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা টিমটিমিয়ে চলত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হাসপাতালের গেট বড় করা, রং করা, রোগীর পরিজনদের জন্য নাইট শেল্টার তৈরি, টেলিমেডিসিন পরিষেবা এবং ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে ‘রিঙ্গার্স ল্যাকটেট’ স্যালাইন নিয়ে বিতর্কিত ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সেখানে গাফিলতি ছিল এবং তদন্ত চলছে। তিনি আরও জানান, ওই ঘটনায় নিলম্বিত জুনিয়র ডাক্তারদের পুনর্বহাল করা হবে, কারণ সিনিয়রদের উচিত ছিল দায়িত্ব ঠিকভাবে পালন করা। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যালাইন যাতে কোনও হাসপাতালে না থাকে, সে জন্য তিন মাস অন্তর যাচাই করার নির্দেশ দেন তিনি।

চিকিৎসকদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকদের একটিই রং— মানবতা এবং সেবা।” তিনি আরও উল্লেখ করেন, “স্বাস্থ্যের আর এক নাম সেবা। মানুষ বিপদে পড়লে আপনাদের কাছেই ছুটে যান।”

রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে চিকিৎসক, নার্স, শিক্ষকসহ বিভিন্ন সরকারি কাজে নিয়োগ থমকে রয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি প্রস্তাব দেন, বিশেষ প্রয়োজন ছাড়া জেলা হাসপাতালগুলি থেকে রোগীদের কলকাতার হাসপাতালে না পাঠানো উচিত।

আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের সম্মান করে।” তিনি আরও জানান, হাসপাতালের নিরাপত্তা বাড়াতে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আরজি কর, এসএসকেএম এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে হোস্টেল তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমাদের আমলে দেশের সেরা সরকারি স্বাস্থ্য পরিকাঠামো এই রাজ্যে।” সরকারি-বেসরকারি মিলিয়ে ৩৮টি মেডিক্যাল কলেজ, ৪২টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং ১৩,৫০০-র বেশি সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।