২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট গণনায় কারচুপি রুখতে ভিন রাজ্য থেকে কর্মী নিয়োগের দাবি জানাল তেজস জনকল্যাণ পার্টি। সোমবার রাজ্য নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিলেন দলের সভানেত্রী রুবি গুপ্ত।
তবে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনা কেন্দ্রে কর্মী নিয়োগের বিষয়টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অধীনে। জাতীয় নির্বাচন কমিশনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তেজস জনকল্যাণ পার্টির স্মারকলিপি সিইও দফতরে পাঠানো হবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।
এই প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ রুবি গুপ্ত বলেন, “যদি আগেই বলা হতো, তবে সরাসরি সিইও দফতরে যেতাম, সময় নষ্ট করতাম না।”
তিনি আরও দাবি করেন, ‘গণনা কেন্দ্রে সমস্ত কিছু চিত্র বদলে যায়। মানুষ যে ভোট দেয় সেই ভোটের সঠিক চিত্র প্রতিফলিত হয় না। এখানে সরকারি কর্মচারীদের বা সরকারের বিভিন্ন দফতরে যুক্ত থাকা কর্মীদের গণনা কেন্দ্রে ব্যবহার করা উচিত নয়। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে তাই ২০২৬ সালের বিধানসভা ভোটে গণনা কর্মী হিসাবে ভিন রাজ্য থেকে কর্মী নিয়োগের দাবি করছি।’
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ জানুয়ারি যাদবপুরের বিজয়গড়ে আত্মপ্রকাশ করে তেজস জনকল্যাণ পার্টি। দলের প্রতীক ‘এক থালা অন্ন’।