Homeখবরদেশমুখ্যমন্ত্রিত্ব হারিয়ে সংসদে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল? জোর গুঞ্জন

মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে সংসদে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল? জোর গুঞ্জন

প্রকাশিত

দলের রাজ্যসভা সাংসদ সঞ্জীব অরোরাকে লুধিয়ানা পশ্চিম বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি (আপ)। এই পদক্ষেপটি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে রাজ্যসভায় স্থানান্তরের সম্ভাবনা নিয়ে জল্পনা সৃষ্টি করেছে। কারণ সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের ফলে তিনি দিল্লি বিধানসভার সদস্যপদ হারিয়েছেন।

লুধিয়ানা পশ্চিম আসনটির বিধায়ক ছিলেন গুরপ্রীত গোগি। বন্দুক পরিষ্কার করার সময় দুর্ঘটনাজনিত কারণে তাঁর মৃত্যুর পর আসনটি বিধায়ক শূন্য হয়েছিল। এ দিকে সঞ্জীব অরোরা, একজন ব্যবসায়ী, ২০২২ সালে পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তাঁর মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা। যদি তিনি উপনির্বাচনে জয়ী হন এবং বিধায়ক হিসেবে থাকতে চান, তবে তাঁকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে। সেই ক্ষেত্রে তাঁর শূন্য রাজ্যসভা আসনটি কেজরিওয়ালের জন্য বরাদ্দ করা হতে পারে। যদিও আপ এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপের কথা অস্বীকার করেছে। তবে এই বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

লুধিয়ানা পশ্চিম থেকে প্রার্থী হওয়ার টিকিট গ্রহণ করে, অরোরা অনলাইনে পোস্টে আপ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন, যেখানে কেজরিওয়ালের কোনো উল্লেখ ছিল না।

সূত্রের মতে, উপনির্বাচনে জয়ী হলে অরোরাকে ভগবন্ত মান সরকারের মন্ত্রীও করা হতে পারে, দলের প্রধানের জন্য তাঁর আসন ত্যাগের পুরস্কার হিসেবে।

দিল্লিতে এক দশক ধরে ক্ষমতায় থাকার পর আপ ক্ষমতা হারানোর পর, কেজরিওয়ালের জন্য পঞ্জাব বর্তমানে সেরা বিকল্প। গত বছর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সরকারি বাসভবন খালি করার পর থেকে তিনি দিল্লিতে পঞ্জাবের আরেক সাংসদ অশোক মিত্তলের বাড়িতে বসবাস করছেন।

অরোরার মতো সদস্যপদ সংক্রান্ত কোনো বাধা না থাকায়, কেজরিওয়াল রাজ্যসভায় যোগ দিতে পারেন, কারণ সাম্প্রতিক নির্বাচনে বিজেপির প্রবেশ বর্মার কাছে পরাজিত হয়ে তিনি দিল্লি বিধানসভার সদস্যপদ হারিয়েছেন। দলের নেতা আতীশি বিরোধী দলের নেতা হওয়ায়, কেজরিওয়ালের হাতে আপাতত জাতীয় ক্ষেত্রে মনোযোগ দেওয়ার জন্যও সময় থাকতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...