Homeপ্রযুক্তিআধারের নতুন নিয়ম: বেসরকারি সংস্থাগুলিকে মোবাইল অ্যাপে আধার-সক্ষম ফেস অথেনটিকেশন ব্যবহারের অনুমতি...

আধারের নতুন নিয়ম: বেসরকারি সংস্থাগুলিকে মোবাইল অ্যাপে আধার-সক্ষম ফেস অথেনটিকেশন ব্যবহারের অনুমতি কেন্দ্রের

প্রকাশিত

এ বার মোবাইল অ্যাপের মাধ্যমে পরিষেবা নেওয়ার পদ্ধতি আরও সহজ হচ্ছে। বেসরকারি সংস্থাগুলোর জন্য আধার-ভিত্তিক ফেসিয়াল রিকগনিশন অ্যাক্সেস করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়, আধার প্রমাণীকরণের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রক্রিয়াটি চালু করা হয়েছে। এটি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের চালু করা আধার গুড গভর্নেন্স পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই পোর্টালটি তথ্যসমৃদ্ধ গাইড হিসেবে কাজ করবে এবং প্রমাণীকরণ সংস্থাগুলোর জন্য এসওপি প্রদান করবে, যেখানে কীভাবে আবেদন করতে হবে এবং আধার প্রমাণীকরণের জন্য কীভাবে অনবোর্ডিং সম্পন্ন করা যাবে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা থাকবে। বেসরকারি সংস্থাগুলোর গ্রাহক-সামাজিক অ্যাপেও ফেসিয়াল অথেনটিকেশন সংযুক্ত করা যেতে পারে, যা যে কোনো সময়, যে কোনো স্থান থেকে প্রমাণীকরণ সক্ষম করবে।

২০২৫ সালের জানুয়ারিতে আধার আইনের সংশোধনীর মাধ্যমে বেসরকারি সংস্থাগুলোর জন্য একটি স্বতন্ত্র পরিচয় যাচাই প্রক্রিয়া পুনরায় চালু করা হয়। এরই ধারাবাহিকতায় আধার প্রমাণীকরণ অনুমোদন প্রক্রিয়া সহজ করতে চালু করা হয়েছে আধার গুড গভর্নেন্স পোর্টাল।

সরকার জানিয়েছে, এই অনলাইন প্ল্যাটফর্ম (swik.meity.gov.in) চালু হয়েছে “আধার অথেনটিকেশন ফর গুড গভর্নেন্স (সোশ্যাল ওয়েলফেয়ার, ইনোভেশন, নলেজ) অ্যামেন্ডমেন্ট রুলস, ২০২৫”-এর অধীনে, যা ২০১৬ সালের “আধার (টার্গেটেড ডেলিভারি অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার সাবসিডিজ, বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস) অ্যাক্ট”-এর অংশ। সংশোধনীর মূল লক্ষ্য হল সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি বাড়ানো।

২০২৫ সালের ৩১ জানুয়ারি, সরকার আধার আইনের সংশোধনী ঘোষণা করে, যা সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর জন্য আধার প্রমাণীকরণ পরিষেবা ব্যবহারের অনুমতি দেয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই সংশোধনীর মাধ্যমে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা, উদ্ভাবন সক্ষম করা, জ্ঞান বিস্তার করা ও পরিষেবায় প্রবেশাধিকার বৃদ্ধি করার মতো জনস্বার্থমূলক বিশেষ উদ্দেশ্যে আধার প্রমাণীকরণ পরিষেবা ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে।

এর আগে, ২০১৮ সালে, সুপ্রিম কোর্ট আধার আইনের ৫৭ নম্বর ধারা অপ্রযোজ্য ঘোষণা করেছিল, যা বেসরকারি সংস্থাগুলোকে বাণিজ্যিক উদ্দেশ্যে আধার প্রমাণীকরণ ব্যবহারের অনুমতি দিত।

নতুন সংশোধনী অনুসারে, আধার নম্বরধারীরা হাসপাতাল ও স্বাস্থ্যপরিষেবা, হোটেল ও আতিথেয়তা খাত, ক্রেডিট রেটিং সংস্থা, ই-কমার্স সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অ্যাগ্রিগেটর সার্ভিস প্রদানকারী সংস্থাগুলো থেকে সুবিধা পাবেন।

ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার, এনআইসি-এর মহাপরিচালক ইন্দর পাল সিং সেথি, ইউআইডিএআই-এর সহ-সভাপতি মনীশ ভারদ্বাজ, এবং অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতেরর সচিব এস কৃষ্ণন এই পোর্টাল উদ্বোধন করেন।

তাঁরা জানান, এই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে এবং এর চারপাশের অন্যান্য প্রক্রিয়া ও সিস্টেম উন্নত করার মাধ্যমে, আমরা সুশাসন ও নাগরিকদের জীবনযাত্রার সুবিধার ক্ষেত্রে নতুন নতুন ব্যবহার যোগ করার প্রক্রিয়া আরও দ্রুততর করবো।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হল Pulse-Fi। স্মার্টওয়াচ বা মনিটর ছাড়াই ওয়াইফাই সিগনাল দিয়ে বোঝা যাবে হৃৎস্পন্দনের ওঠানামা। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহারেই সম্ভব হচ্ছে এই প্রযুক্তি।

বর্জ্য নয়, সম্পদ! রান্নাঘরের ময়লা থেকে ৪৮ ঘণ্টায় মাটি বানাচ্ছে বেঙ্গালুরুর স্টার্ট-আপের এআই যন্ত্র

রান্নাঘরের বর্জ্য থেকে মাত্র ৪৮ ঘণ্টায় জৈব সার বানাবে বেঙ্গালুরুর স্টার্ট-আপ Mankomb-এর এআই যন্ত্র ‘Chewie’। দুর্গন্ধমুক্ত, সহজ ব্যবহারযোগ্য প্রযুক্তি।