Homeখবরকলকাতাযাদবপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষে উত্তাল ক্যাম্পাস

যাদবপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষে উত্তাল ক্যাম্পাস

প্রকাশিত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার ওয়েবকুপার বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেন বিক্ষোভরত ছাত্ররা। এরপর তাঁকে ঘিরে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন আন্দোলনরত ছাত্রদের একাংশ তাঁর গাড়ি ও দু’টি পাইলট কারে ভাঙচুর চালায়। মন্ত্রীর গাড়ির ‘লুকিং গ্লাস’ও ভেঙে দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী জানান, বিক্ষোভ চলাকালীন তাঁর গাড়িতে ইট ছোড়া হয় এবং তাঁকে হেনস্থা করা হয়, যার ফলে তিনি আহত হন। পরে তিনি এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

অধ্যাপকদের ওপর হামলার অভিযোগ

বিক্ষোভের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপকেরাও। ওয়েবকুপার বৈঠক চলাকালীন আন্দোলনরত ছাত্রদের সঙ্গে অধ্যাপকদের ধস্তাধস্তি হয়। অভিযোগ, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করেন এসএফআই ও আইসার কিছু সদস্য। নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন। সংঘর্ষের মধ্যে এক ছাত্রের মাথা ফেটে যায়, আহত হন দুই অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ার অভিযোগও উঠেছে।

শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া

ছাত্রদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এই গুন্ডামি চলতে পারে না। চারজন প্রতিনিধি আসলে তাঁদের সঙ্গে কথা বলব, কিন্তু সবাই মিলে অরাজকতা করলে মুশকিল। তবে আমি কোনও প্ররোচনায় পা দেব না। উপাচার্য বিষয়টি দেখবেন।”

পরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এটা যদি উত্তরপ্রদেশে হত, কোন ছাত্র সংগঠন এই কাজ করতে পারত? আমরা চাইলে পুলিশ ডাকতে পারতাম, কিন্তু শিক্ষাঙ্গনে এক জনও পুলিশ ঢুকবে না, আমি সেটা নিষেধ করেছি।”

তৃণমূল বনাম বাম ছাত্র সংগঠন

ওয়েবকুপার বৈঠকের আগে থেকেই উত্তপ্ত ছিল বিশ্ববিদ্যালয় চত্বর। ছাত্র সংসদ ভোটের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, আইসা ও ডিএসএফ সদস্যরা ২ নম্বর গেট অবরোধ করেন। পাল্টা মানববন্ধন তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ব্রাত্য বসুকে ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে ওপেন এয়ার থিয়েটারের মঞ্চে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, রাস্তা অবরোধ

শিক্ষামন্ত্রী চলে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে অশান্তি বজায় থাকে। অভিযোগ, তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপর এসএফআই সদস্যরা যাদবপুর ৮বি মোড়ে রাস্তা অবরোধ করেন। তাঁদের দাবি, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হয়েছেন, যার মাথা ফেটে গেছে।

এই ঘটনার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে টানটান উত্তেজনা রয়েছে। উপাচার্য এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে শিক্ষাঙ্গনে এমন সংঘর্ষ ও বিক্ষোভ নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশ ঘনীভূত হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।