Homeখেলাধুলোক্রিকেটআইপিএল ২০২৫: অধিনায়ক ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স, শ্রেয়সের জায়গায় এলেন রাহানে

আইপিএল ২০২৫: অধিনায়ক ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স, শ্রেয়সের জায়গায় এলেন রাহানে

প্রকাশিত

আইপিএল ২০২৫-এর জন্য অজিঙ্ক রাহানেকে অধিনায়ক হিসেবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর আগে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দিয়েছেন রাহানে। এ বার শিরোপাধারী কেকেআরের অধিনায়কত্ব করবেন। তাঁর সহকারী হিসেবে থাকবেন বেঙ্কটেশ আয়ার।

আইপিএল ২০২৩-এ চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জেতা রাহানেকে কেকেআর ২০২৫ সালের মেগা-নিলামে ১.৫০ কোটি টাকায় দলে নেয়। কেকেআর ২০২৫ সালের নিলামের আগে নিজেদের অধিনায়ক শ্রেয়স আয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, যার ফলে নতুন অধিনায়ক খোঁজা হচ্ছিল।

অধিনায়ক হওয়ার পর কেকেআরের পক্ষ থেকে রাহানে এক বিবৃতিতে বলেন, “কেকেআরের মতো সফল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের। আমি মনে করি, আমাদের দল দারুণ এবং ভারসাম্যপূর্ণ। সবার সঙ্গে কাজ করতে এবং শিরোপা রক্ষার চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি।”

যদিও আইপিএলে অধিনায়ক হিসেবে রাহানের রেকর্ড খুব উজ্জ্বল নয়। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ২৪টি এবং রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। মোট ২৫ ম্যাচের মধ্যে মাত্র ৯টি জিতেছেন, হেরেছেন ১৬টিতে। এছাড়া, তিনি বর্তমানে ভারতীয় জাতীয় দলের বাইরে রয়েছেন।

তবে ঘরোয়া ক্রিকেটে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৯ ইনিংসে ৫৮.৬২ গড়ে ৪৬৯ রান করে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়া, সম্প্রতি মুম্বইকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে নেতৃত্ব দিয়েছেন রাহানে, যদিও সেখানে তাঁরা বিদর্ভের কাছে হেরে যান। কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি।

কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর অধিনায়কের নাম ঘোষণার পর বলেন, “অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ও পরিপক্ব একজন নেতা পেয়ে আমরা আনন্দিত। পাশাপাশি, বেঙ্কটেশ আয়ার দীর্ঘদিন ধরে কেকেআরের হয়ে খেলছেন এবং তার নেতৃত্বের গুণাবলি আছে। আমরা আত্মবিশ্বাসী যে তারা একসঙ্গে মিলে আমাদের শিরোপা ধরে রাখার যাত্রা সফল করবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...