নয়াদিল্লি: কাউকে ‘পাকিস্তানি’ বলে সম্বোধন করা নিঃসন্দেহে খারাপ রুচির পরিচয়, তবে তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো অপরাধ নয়। এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারার অধীনে এটি কোনও অপরাধ নয়।
রাজস্থানের একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযোগ, এক সরকারি কর্মীকে ‘পাকিস্তানি’ বলে অপমান করেছিলেন এক ব্যক্তি। ওই সরকারি কর্মী তথ্যের অধিকার (RTI) আইনের আওতায় উর্দু অনুবাদক হিসাবে কাজ করতেন। অভিযুক্ত ব্যক্তি RTI-এর মাধ্যমে কিছু নথি চেয়েছিলেন, কিন্তু প্রাপ্ত তথ্য নিয়ে সন্তুষ্ট না হওয়ায় ফের আবেদন জানান। এরপর সংশ্লিষ্ট দফতর নির্দেশ দেয়, সশরীরে নথি তাঁর হাতে তুলে দেওয়ার জন্য।
সরকারি কর্মী অভিযোগ করেন, যখন তিনি অভিযুক্তের বাড়িতে নথি দিতে যান, তখন তাঁকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি করা হয় এবং অপমানজনক মন্তব্য শোনানো হয়। এর জেরে থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিপ্রায়ে অপমান, ধর্মীয় ভাবাবেগে আঘাত, হুমকি এবং কর্তব্যরত সরকারি কর্মীর কাজে বাধা দেওয়ার মামলা হয়।
প্রথমে নিম্ন আদালত এই মামলা খারিজ করে দেয়, পর্যাপ্ত প্রমাণের অভাবে। পরে রাজস্থান হাই কোর্টও একই সিদ্ধান্ত নেয়। এরপর সরকারী কর্মী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয়, অভিযুক্তের চড়াও হওয়ার কোনও প্রমাণ নেই এবং শান্তিভঙ্গের অভিপ্রায়ও প্রমাণিত হয়নি। তাই এই মামলা খারিজ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অপমানজনক শব্দ প্রয়োগ সামাজিকভাবে নিন্দনীয় হলেও, তা সবসময় আইনি অপরাধের পর্যায়ে পড়ে না।