Homeখবরদেশ'তোমার বাবাকে আমিই তৈরি করেছি', বিহার বিধানসভায় নীতীশ কুমার ও তেজস্বী যাদবের...

‘তোমার বাবাকে আমিই তৈরি করেছি’, বিহার বিধানসভায় নীতীশ কুমার ও তেজস্বী যাদবের তর্কাতর্কি

প্রকাশিত

মঙ্গলবার বিহার বিধানসভায় উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব। নীতীশ কুমার দাবি করেন, তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদবকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

বিহার বিধানসভায় আলোচনার সময়, নীতীশ কুমার তেজস্বী যাদবকে কটাক্ষ করে বলেন, “বিহারে আগে কী ছিল? তোমার বাবাকে আমিই তৈরি করেছি। তোমার জাতির লোকেরাও আমাকে জিজ্ঞাসা করেছিল কেন আমি এটা করছি, তবুও আমি তাঁকে সমর্থন করেছিলাম।”

বিরোধী দলনেতা তেজস্বী যাদব নীতীশ কুমারের বক্তব্যের পাল্টা জবাব দেন। তিনি অভিযোগ করেন, নীতীশ কুমার বারবার রাজনৈতিক মিত্র বদল করেন এবং বিহারের ইতিহাস নিয়ে বিভ্রান্তিকর দাবি তুলে ধরেন।

তেজস্বী বলেন, “২০০৫ সালের আগে কি বিহার ছিল না? রাজ্যপাল যা পড়েন, তা সরকারই লিখে দেয়। নতুন রাজ্যপাল আরিফ মহম্মদ খান হয়তো বিহারের ইতিহাস সম্পর্কে জানেন না। আগের রাজ্যপালের ভাষণও একই ছিল। নিয়োগ সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোও বারবার পুনরাবৃত্তি করা হচ্ছে।”

তেজস্বী আরও বলেন, “২০০৫ সালের আগে নীতীশ কুমারের বয়স ৫৫ বছর ছিল। তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেছিলেন এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও ছিলেন। যেখানে আমরা এখন আলোচনা করছি, সেই বিধানসভা ভবনও ২০০৫ সালের আগে থেকেই ছিল। অনেকেরই লালুজির প্রতি বিদ্বেষ আছে। যারা লালুজিকে কাঁটা মনে করে, তাদের চোখ যেন নিরাপদ থাকে। এই সরকার যদি ৪০ বছরও টিকে থাকে, তবুও তারা ২০০৫ সালের আগের বিহারকে দোষারোপ করতে থাকবে।”

বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরজেডি (RJD) ও জেডিইউ (JDU)-র মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মিত্র ছিলেন নীতীশ কুমার। মহাগঠবন্ধন ছেড়ে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ (NDA)-তে যোগ দিয়েছেন তিনি।

অন্য দিকে, জানুয়ারি মাসে লালুপ্রসাদ যাদব বলেন, “আমাদের দরজা নীতীশ কুমারের জন্য সবসময় খোলা। তারও উচিত নিজের দরজা খুলে রাখা, যাতে দুই পক্ষের লোক সহজেই যাতায়াত করতে পারে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।