ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোরের নতুন ভবিষ্যদ্বাণী! বুধবার তিনি দাবি করেছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আসন্ন বিধানসভা নির্বাচন বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়লেও, পরে আবার দলবদল করতে পারেন। তবে তিনি এও বলেছেন যে, ৭৪ বছর বয়সি এই নেতা এতটাই জনপ্রিয়তা হারিয়েছেন যে, যেই জোটেই থাকুন না কেন, পঞ্চম বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
পশ্চিম চম্পারণে এক সাংবাদিক বৈঠকে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা কিশোর বলেন, “নভেম্বর মাসে বিধানসভা নির্বাচনের পর যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, শুধু নীতীশ কুমার ছাড়া। আমার এই বক্তব্য লিখে নিতে পারেন। যদি আমি ভুল প্রমাণিত হই, তবে নিজের রাজনৈতিক প্রচারই ছেড়ে দেব।”
বিজেপির সঙ্গেই নির্বাচন লড়বেন নীতীশ
নীতীশ কুমার এনডিএ ছেড়ে দেবেন কি না, সেই জল্পনা নিয়ে প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেন, “তিনি বিজেপির সঙ্গেই নির্বাচন লড়বেন। ২০১৫ সালের নির্বাচন ছাড়া, যখন আমি তাঁর প্রচার চালিয়েছিলাম, তিনি সবসময় বিজেপির সঙ্গেই থেকেছেন।”
তিনি আরও বলেন, “বিজেপি নীতীশ কুমারকে এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে চাইছে না, কারণ তাঁর জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে।”
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আপনারা যদি ঘোষণা করেন যে, জিতলে নীতীশ কুমার পূর্ণ মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তাহলে বিজেপি আসন পেতে সমস্যায় পড়বে।”
জেডি(ইউ)-র ভরাডুবির ভবিষ্যদ্বাণী
২০২০ সালে নীতীশ কুমারের সঙ্গে বিরোধের জেরে জনতা দল (ইউনাইটেড) থেকে বহিষ্কৃত হওয়া প্রশান্ত কিশোর বলেন, “নীতীশ কুমার পরে দলবদলের চেষ্টা করলেও, জেডি(ইউ)-র আসন সংখ্যা এত কম হবে যে, তার আর মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে না।”
তিনি আরও অভিযোগ করেন, “নীতীশ কুমার শারীরিক ভাবে ক্লান্ত এবং মানসিক ভাবে অবসরপ্রাপ্ত। বিজেপির প্রয়াত নেতা সুশীল কুমার মোদী একসময় বলেছিলেন যে, নীতীশ কুমার একটি গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন। আমি তাঁকে বহুবার চ্যালেঞ্জ করেছি—নিজের মন্ত্রিসভার সদস্যদের নাম কাগজ না দেখে বলতে পারবেন কি না। এমনকি তিনি কোন জেলায় সফরে যাচ্ছেন, সেটিও কর্মকর্তাদের সাহায্য ছাড়া বলতে পারেন না। এই অবস্থায় একজন ব্যক্তি বিহারের মুখ্যমন্ত্রী, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”