নির্দেশ মতো হাজিরা না দেওয়ায় রাহুল গান্ধীকে ২০০ টাকা জরিমানা করল আদালত। পাশাপাশি আগামী ১৪ এপ্রিল তাঁকে বাধ্যতামূলক ভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামি হাজিরার দিন ধার্য
বুধবার আদালতে হাজির থাকার কথা ছিল রাহুল গান্ধীর। তবে তাঁর আইনজীবী একটি আবেদন জমা দিয়ে তাঁকে ছাড় দেওয়ার অনুরোধ করেন। আবেদনে বলা হয়, বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর আগে থেকেই নির্ধারিত একটি বৈঠক ছিল এক বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে, যে কারণে তাঁর পক্ষে আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।
আদালতের রায়
আদালত তাঁর অনুপস্থিতির যুক্তি গ্রহণ করেনি এবং ২০০ টাকা জরিমানা করে। পাশাপাশি, আগামী ১৪ এপ্রিল তাঁকে বাধ্যতামূলকভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাভরকর বিতর্ক ও রাজনৈতিক প্রেক্ষাপট
এই মামলাটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি বীর সাভরকর সম্পর্কিত ঐতিহাসিক ও মতাদর্শগত বিতর্কের সঙ্গে যুক্ত। বর্তমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে আদালতের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।