Homeখেলাধুলোফুটবলআন্তর্জাতিক ফুটবলজীবনের অভিষেক ম্যাচেই গোল করেছিলেন সুনীল, ফিরে এলেন আবার

আন্তর্জাতিক ফুটবলজীবনের অভিষেক ম্যাচেই গোল করেছিলেন সুনীল, ফিরে এলেন আবার

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে এলেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। আট মাসের মধ্যে সিদ্ধান্ত বদল করে আবার ভারতের জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখা যাবে সুনীলকে। এই মার্চেই ভারতের দুটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। সেই দুটি ম্যাচে সুনীলকে খেলতে দেখা যাবে। সুনীলের ফিরে আসার খবরে সিলমোহর দিয়েছে এআইএফএফ।

১৯ বছরের আন্তর্জাতিক ফুটবলজীবন সুনীল ছেত্রীর। খেলেছেন ১৫০টি ম্যাচ। ৯৪টি গোলও করেছেন। ২০০৫-এর ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন সুনীল। প্রথম ম্যাচেই গোল করেছিলেন।

সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল ২০০৭ নেহরু কাপ। প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৬-০ গোলে হারায় ভারত। এর মধ্যে দু’টি গোল করেছিলেন সুনীল। সিরিয়ার কাছে ভারত হেরে গিয়েছিল, কিন্তু কিরঘিজস্থানের বিরুদ্ধে জিতেছিল। দুটি ম্যাচেই গোল করেছিলেন তিনি। ভারতীয় ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন সুনীল।

গত বছর ৬ জুন কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটাই ছিল তখনকার মতো সুনীলের শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। সেই ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়। দু’ দশকের উজ্জ্বল ক্রীড়াজীবনে ইতি টেনে সে দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ৪০ বছরের সুনীল ছেত্রী। এ বার সেই অবসরে ইতি টেনে আবার দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন।    

ফিফার আন্তর্জাতিক ম্যাচে সুনীল যে ফিরে আসছেন সে কথা সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। পোস্টে লেখা হয়েছে, “সুনীল ছেত্রী ফিরে এলেন। অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চে ফিফা আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য ভারতীয় জাতীয় দলে ফিরছেন।”

মার্চে দু’টি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ভারতের। প্রথমটি ১৯ মার্চ, মলদ্বীপের বিরুদ্ধে। সেটা প্রীতি ম্যাচ। আর ২৫ মার্চ রয়েছে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। সেই ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। এই দু’টি ম্যাচেই খেলতে দেখা যাবে সুনীলকে। দু’টি ম্যাচই হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।