Homeখবরবিদেশমরিশাসে নতুন সংসদ ভবন নির্মাণে সহযোগিতা করবে ভারত, বৈঠক শেষে জানালেন প্রধানমন্ত্রী...

মরিশাসে নতুন সংসদ ভবন নির্মাণে সহযোগিতা করবে ভারত, বৈঠক শেষে জানালেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

মরিশাসে নতুন সংসদ ভবন নির্মাণ করবে ভারত। মরিশাস সফরের দ্বিতীয় দিনে পোর্ট লুইসে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আজ প্রধানমন্ত্রী নবীচন্দ্র রামগুলাম ও আমি ভারত-মরিশাস সম্পর্ককে ‘উন্নত কৌশলগত অংশীদারিত্ব’-এর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই নতুন সংসদ ভবন হবে গণতন্ত্রের মাতৃভূমি ভারতের পক্ষ থেকে মরিশাসের জন্য একটি উপহার।”

প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, ভারত ও মরিশাস শুধু ভারত মহাসাগরের মাধ্যমে সংযুক্ত নয়, দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যেও গভীর সংযোগ রয়েছে। তিনি বলেন, “আমরা একসঙ্গে অর্থনৈতিক ও সামাজিক উন্নতির পথে এগিয়ে চলেছি। স্বাস্থ্য, মহাকাশ বা প্রতিরক্ষা—সব ক্ষেত্রেই আমরা পরস্পরের পাশে আছি।”

১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদী মরিশাসের জাতীয় দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানান এবং বলেন, এই বিশেষ দিনে মরিশাসে থাকার সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের বিষয়।

এর আগে, প্রধানমন্ত্রী মোদী মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রবীণ কুমার যুগনাথের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ করেন। পরে এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করে তিনি জানান, “মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রবীণ কুমার যুগনাথের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করলাম।”

এছাড়া, প্রধানমন্ত্রী মোদী মরিশাসের সংসদ সদস্য ও বিরোধী দলনেতা জর্জ পিয়েরে লেসজোঙ্গার্ডের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ভারত-মরিশাস বন্ধুত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী মরিশাসের প্রধানমন্ত্রী নবীচন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করে দুই দেশের বিশেষ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ভারত মরিশাসের জন্য “বিশ্বাসযোগ্য ও মূল্যবান উন্নয়ন সহযোগী” হিসেবে গর্বিত এবং দুই দেশ একসঙ্গে গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে।

মরিশাসের প্রধানমন্ত্রী নবীচন্দ্র রামগুলামের আয়োজিত এক ভোজসভাতেও অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি বলেন, ভারত ও মরিশাসের সম্পর্কের কোনও সীমা নেই এবং দুই দেশ পরস্পরের জনগণের উন্নয়ন এবং অঞ্চলটির শান্তি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

আরও পড়ুন

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।