Homeখবরদেশদিল্লি এইমস থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

দিল্লি এইমস থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

প্রকাশিত

দিল্লির এইমস হাসপাতাল থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। হৃদযন্ত্রজনিত সমস্যার কারণে তিনি ৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। এইমস-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ধনখড় চিকিৎসায় ভালো সাড়া দিয়েছেন এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এইমস-এর বিবৃতিতে বলা হয়েছে, “এইমস-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে প্রয়োজনীয় চিকিৎসার পর তিনি আশানুরূপ সুস্থ হয়ে উঠেছেন এবং ১২ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।” চিকিৎসকরা তাঁকে আগামী কয়েকদিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, ৭৩ বছর বয়সি ধনখড় বুকে ব্যথা ও অসুস্থতা অনুভব করায় ৯ মার্চ এইমস-এর কার্ডিয়াক বিভাগে ভর্তি হয়েছিলেন। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে যান। পরে এক্স (আগের টুইটার)-এর পোস্টে মোদী লেখেন, “এইমস-এ গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জির স্বাস্থ্যের খোঁজ নিলাম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

জগদীপ ধনখড় ২০২২ সালের ১১ আগস্ট ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫১ সালের ১৮ জুলাই রাজস্থানের হনুমানগড় জেলার কালিবঙ্গায় জন্মগ্রহণকারী ধনখড় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। একজন অভিজ্ঞ আইনজীবী ও সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া, তিনি একাধিকবার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।