বীরভূমের সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশে শুক্রবার রাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং তা চলবে ১৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত।
দোল উৎসবের দিন পাথর ছোড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে হাতোরা, মাথপালসা, হরিসারা, দরিয়াপুর ও ফুলুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, টেলিযোগাযোগ আইন ২০২৩-এর অধীনে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হলেও ভয়েস কল ও এসএমএস পরিষেবা চালু থাকবে। মূলত গুজব ছড়ানো ও অবৈধ কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।