Homeখবরকলকাতাসাত সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়

সাত সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়

প্রকাশিত

কলকাতা: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালেই আতঙ্ক ছড়াল নারকেলডাঙা মেনরোড সংলগ্ন জালাময়দান এলাকায়। স্থানীয় একটি পাঁচতলা বহুতলের গোডাউনে আগুন লাগে, যা দ্রুত ভয়াবহ আকার নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা নাগাদ গোডাউন থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘন জনবসতি ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনেন।

কেন এত দ্রুত ছড়িয়ে পড়ল আগুন?

সূত্রের খবর, গোডাউনে প্রচুর কাগজের বাক্স ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত ছিল, যা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। সকালবেলার ব্যস্ত সময় হওয়ায় এলাকা ধোঁয়ায় ঢেকে যায়, ফলে আতঙ্ক আরও বেড়ে যায় স্থানীয়দের মধ্যে।

দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে গোডাউনে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। যদি কোনও গাফিলতি পাওয়া যায়, তবে গোডাউন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই, তবে বিপুল ক্ষতি

দমকলের এক আধিকারিক জানান, “প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে গোডাউনে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।” যদিও হতাহতের কোনও খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তদন্তে দমকল বিভাগ

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। গোডাউনে অগ্নি-নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফের একবার শহরের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার যথাযথ পর্যালোচনার প্রয়োজনীয়তা উঠে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।