Homeরাজ্যশিলিগুড়িশিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

প্রকাশিত

শিলিগুড়ি: শহরের সমস্ত সাইনবোর্ড এবার বাংলায় লেখা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুরনিগম। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান, দোকান, বিপণি, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল— সব ক্ষেত্রেই বাংলায় নাম লিখতে হবে। অন্যান্য ভাষা থাকতে পারবে, তবে প্রথমে বাংলা লেখা আবশ্যক। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে পুরনিগম।

আগামী পয়লা বৈশাখের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিগম জানিয়েছে, কেন্দ্রীয় দপ্তরগুলোকেও এ বিষয়ে অনুরোধ করা হবে।

পুরনিগমের সিদ্ধান্ত এবং বাস্তবায়ন

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মেয়র পারিষদের বৈঠকে এই প্রস্তাব তোলা হয় এবং ৫ মার্চ বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে তা অনুমোদিত হয়। এরপর ২১ মার্চ বিজ্ঞপ্তি জারি করে পুরনিগম। ইতিমধ্যেই পুরনিগমের সমস্ত কার্যালয়, শাখা কার্যালয় ও বরো অফিসের সাইনবোর্ড বাংলায় লেখা হয়েছে।

শহরের প্রতিক্রিয়া

পুরনিগমের এই সিদ্ধান্তকে শহরের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল সকলেই স্বাগত জানিয়েছেন।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,
“আমরা বাংলায় থাকি, তাই বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। শিলিগুড়ি উত্তরবঙ্গের রাজধানী, এখান থেকে ভাষার প্রসার ঘটানো দরকার। বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে। অন্যান্য ভাষা থাকুক, তবে বাংলা বাধ্যতামূলক করতে হবে।”

বাম পরিষদীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন,
“এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, পুরনিগম যথাযথ পদক্ষেপ নেবে।”

বিজেপি বিরোধী দলনেতা অমিত জৈন বলেন,
“বাংলার সঙ্গে অন্যান্য ভাষাও থাকুক। এতে কারও সমস্যা নেই।”

অধ্যাপক বিনয় বর্মন মন্তব্য করেন,
“পুরনিগমের সিদ্ধান্ত খুবই ভালো। বাংলায় থেকে বাংলা ব্যবহার স্বাভাবিক বিষয়।”

ব্যবসায়ী মহলের সমর্থন

শহরের ব্যবসায়ী সংগঠনগুলিও এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। বিধান মার্কেট কমিটি ইতিমধ্যেই দোকানদারদের বাংলা সাইনবোর্ড লাগানোর নির্দেশ দিয়েছে।

ফোসিন (ফেডারেশন অফ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)-এর সম্পাদক বিশ্বজিত দাস বলেন,
“এটি খুব ভালো পদক্ষেপ। বাংলায় বাংলার ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত প্রতিটি শহরেই। আমরা পুরনিগমের পাশে আছি।”

শিলিগুড়ির এই সিদ্ধান্ত রাজ্যের অন্যান্য শহরেও অনুকরণযোগ্য হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, ব্যবসায়ীরা কত দ্রুত এই নিয়ম মেনে চলেন এবং প্রশাসন কীভাবে তা কার্যকর করে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

দার্জিলিং ও কালিম্পংয়ে ভয়াবহ ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। বিকল্প পথে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করছে প্রশাসন।

পাহাড়ে ঘন ঘন ভূমিধস: নেপথ্যে কি উন্নয়নের চাপ ও নিয়ন্ত্রণহীন পর্যটন! কী বলছেন বিশেষজ্ঞরা?

দার্জিলিং ও কালিম্পঙে লাগাতার ধস ও বন্যার কারণ হিসেবে উঠে এল বেপরোয়া নির্মাণ, পাহাড় কেটে রাস্তা ও হোটেল তৈরি, এবং নিয়ন্ত্রণহীন পর্যটন। বিশেষজ্ঞদের মতে, এখনই পদক্ষেপ না নিলে পাহাড়ের ক্ষতি হবে স্থায়ী।

উত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ ও বন্যার জেরে আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো ও সংক্ষিপ্ত রুটে থামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।