Homeশিল্প-বাণিজ্যসামান্য বৃদ্ধি নিয়ে টানা সপ্তম দিনে লাভের ধারাবাহিকতা বজায় রাখল সেনসেক্স, নিফটি

সামান্য বৃদ্ধি নিয়ে টানা সপ্তম দিনে লাভের ধারাবাহিকতা বজায় রাখল সেনসেক্স, নিফটি

প্রকাশিত

মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) অত্যন্ত অস্থির লেনদেনের পর সামান্য লাভ নিয়ে বন্ধ হয় ভারতের শেয়ারবাজার। তবে টানা সাতটি সেশন ধরে বৃদ্ধি বজায় রাখল স্টক মার্কেটের অন্যতম সূচকগুলি। বিশ্ববাজারে রাতারাতি তীব্র উত্থানের ধারা অনুসরণ করে বাজার শক্তিশালীভাবে খোলা হলেও, ব্যাংকিং, মেটাল ও ফার্মা খাতে দুর্বলতার কারণে সূচকগুলো প্রাথমিক লাভ হারায়। তবে, প্রযুক্তি খাতের শক্তিশালী প্রবৃদ্ধি সূচকগুলিকে ইতিবাচক অঞ্চলে রাখে।

শুরুর দিকে লেনদেনে ব্যাপক কেনাকাটার পর বাজার এদিন লাল সংকেতে চলে যায়। বিশেষ করে, স্মল-ক্যাপ শেয়ারগুলিতে বড় ধরনের বিক্রির চাপ দেখা যায়।

নিফটি ফিফটি দিনের উচ্চতম স্তর থেকে ২০১ পয়েন্ট পড়ে গিয়ে ২৩,৬৬৮ পয়েন্টে সামান্য ০.০৪ শতাংশ বৃদ্ধি নিয়ে লেনদেন শেষ করে, আর সেনসেক্স দিনের উচ্চতম স্তর থেকে ৭০৫ পয়েন্ট পড়ে ৭৬,০৩৫ পয়েন্টে ০.০৭ শতাংশ বৃদ্ধিতে দিন শেষ করে।

নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১.০৬ শতাংশ পতনের সম্মুখীন হয়, আর নিফটি স্মলক্যাপ ১০০ সূচক আরও বড় বিক্রির চাপে পড়ে ১.৫৬ শতাংশ কমে যায়।

আন্তর্জাতিক বাজারে রাতারাতি তীব্র উত্থান হয়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি সীমিত পরিসরে কার্যকর হতে পারে এবং নির্দিষ্ট শিল্পের ওপর শুল্ক স্থগিত রাখা হতে পারে বলে খবর আসে। সোমবার, ট্রাম্প জানান, “অনেক দেশ” প্রতিসম শুল্কের ক্ষেত্রে ছাড় পেতে পারে।

এছাড়া, অটোমোবাইল শুল্ক শীঘ্রই কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিলেও, সব শুল্ক ২ এপ্রিল থেকে আরোপ করা হবে না এবং কিছু দেশ ছাড় পেতে পারে, যা বাজারে ঝুঁকি নেওয়ার মানসিকতা বাড়িয়েছে।

এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রায় ২ শতাংশ কমে যায়। কারণ ট্রাম্প ঘোষণা করেছেন যে, ভেনেজুয়েলা থেকে তেল ও গ্যাস আমদানির ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে ২ এপ্রিল থেকে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত রিলায়েন্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, কারণ এটি ভারতের একমাত্র প্রতিষ্ঠান যা ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আমদানি করে। তবে, তারা উল্লেখ করেছেন যে, সংস্থাটি স্পট মার্কেট থেকে বিকল্প জ্বালানির দিকে যেতে পারে।

১৩টি খাতভিত্তিক সূচকের মধ্যে মাত্র দুইটি সবুজ সংকেতে দিন শেষ করে। নিফটি আইটি ১.১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে শীর্ষ লাভজনক খাত হিসেবে উঠে আসে, কারণ মার্কিন শুল্ক নীতি কিছুটা শিথিল হতে পারে বলে আশাবাদ বাড়ে।

নিফটি প্রাইভেট ব্যাংক সূচকও ০.০৭ শতাংশ বৃদ্ধি নিয়ে সবুজ সংকেতে দিন শেষ করে। অন্যদিকে, নিফটি কনজিউমার ডিউরেবলস ১.৯৩ শতাংশ পতন নিয়ে শীর্ষ ক্ষতিগ্রস্ত খাত হিসেবে উঠে আসে। নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি মিডিয়া, নিফটি মেটাল ও নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সূচক ১.৪ শতাংশ থেকে ১.৮ শতাংশ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়।

ফার্মা খাতে বড় ধরনের বিক্রির চাপ দেখা যায়, কারণ ট্রাম্প ফার্মাসিউটিক্যাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন, যার ফলে নিফটি ফার্মা সূচক ১ শতাংশ কমে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, টানা ছয় দিনের পুনরুদ্ধারের পর, বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে, বিশেষত স্মল ও মিডক্যাপ স্টকগুলিতে, যেখানে উচ্চমূল্যায়ন এখনও বজায় রয়েছে। অন্যদিকে, প্রযুক্তি খাত আন্তর্জাতিক ইতিবাচক প্রবণতার কারণে লাভ করেছে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, স্বল্পমেয়াদে, বিনিয়োগকারীদের মনোযোগ মার্কিন-ভারত বাণিজ্য নীতির স্পষ্টতার দিকে থাকবে। পাশাপাশি, বাজার এখন ত্রৈমাসিক ফলাফলের দিকে নজর দিচ্ছে, যা আয়ের প্রবৃদ্ধির পুনরুদ্ধার সম্পর্কে ধারণা দিতে পারে। সুদের হার কমানোর প্রত্যাশা ও রুপির গতিবিধির মতো ইতিবাচক সূচক বাজারের মনোভাবকে সহায়তা করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।