Homeখবরদেশদিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে নগদ অর্থ উদ্ধার নিয়ে শোরগোল! আইন অনুযায়ী বাড়িতে...

দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে নগদ অর্থ উদ্ধার নিয়ে শোরগোল! আইন অনুযায়ী বাড়িতে কত টাকা রাখা যায়

প্রকাশিত

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে পাওয়া বিশাল পরিমাণে নগদ অর্থের বিষয়টি আইনি বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। গত ১৪ মার্চ তাঁর বাড়িতে আগুন লাগার পর পুড়ে যাওয়া টাকার বান্ডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তিন সদস্যের বিচারপতি কমিটি গঠন করেছেন, যাঁরা পুরো বিষয়টি তদন্ত করবেন।

বাড়িতে কত টাকা রাখা আইনসম্মত?

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে বাড়িতে কত টাকা রাখা যাবে তার কোনো নির্দিষ্ট আইনি সীমা নেই। যদি টাকা বৈধ উপায়ে অর্জিত হয় এবং আয়কর নথিতে ঘোষিত থাকে, তা হলে কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে যদি বৈধ উৎস দেখানো না যায়, তাহলে সেই টাকা শুধুমাত্র বাজেয়াপ্তই হবে না, বরং ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

নগদ লেনদেনে বর্তমান নিয়ন্ত্রণ

নগদ লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে-

  • ব্যাংকে ৫০,০০০ টাকার বেশি জমা বা উত্তোলন করলে প্যান কার্ডের তথ্য দিতে হবে।
  • এক বছরে ২০ লাখ বা তার বেশি নগদ জমা দিলে প্যান এবং আধার, দুটোই করতে হবে।
  • ৩০ লাখ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচা নগদে করলে তদন্তের মুখে পড়তে হতে পারে।
  • ক্রেডিট কার্ড থেকে একক লেনদেনে ১ লাখ টাকার বেশি খরচ করলেও আয়কর দফতরের নজরে আসার সম্ভাবনা থাকে।

অঘোষিত নগদ অর্থের কর সংক্রান্ত প্রভাব

আয়কর আইন নগদ টাকার কোনো ঊর্ধ্বসীমা নির্ধারণ করেনি, তবে বড় অঙ্কের নগদ অর্থের উৎস বৈধভাবে দেখাতে হবে। আইনের ধারা ৬৮ থেকে ৬৯বি অনুযায়ী, ব্যাখ্যা না দিতে পারলে ৭৮ শতাংশ কর এবং অতিরিক্ত জরিমানা গুনতে হবে।

২ লাখ টাকার বেশি নগদ উপহার বা লেনদেন নিষিদ্ধ

কর বিশেষজ্ঞদের মতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মতো ব্যক্তিদেরও নিজের নগদ অর্থের উৎস যথাযথ ভাবে ব্যাখ্যা করতে হবে। নগদ ২ লাখ টাকার বেশি উপহার গ্রহণ বা সম্পত্তি লেনদেন আইনত নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গ করলে সমপরিমাণ জরিমানা ধার্য হতে পারে।

সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে নগদ উদ্ধারকাণ্ডে বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর দেশ জুড়ে নগদ অর্থ গচ্ছিত রাখা ও লেনদেনের আইনি সীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।