বেলেঘাটার বরফকলের কাছে ভয়াবহ আগুন। বুধবার দুপুরে সেলস ট্যাক্স দফতরের কাছে রাস্তার ধারের এক দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও আবাসনে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের দাবি, আগুনের পাশাপাশি একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ। গোটা এলাকায় ঘিরে রাখা হয়েছে। বিপদের আশঙ্কায় ওই রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিপদ এড়াতে শিয়ালদহমুখী রাস্তায় যানচলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
আগুনের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়েরাই জানাচ্ছেন, আগুনের পাশাপাশি একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।