Homeখবরকলকাতাযাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে সেমিনার, নির্দেশ হাইকোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে সেমিনার, নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে আর কোনও সেমিনার বা অনুষ্ঠান আয়োজন করা যাবে না, এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পড়াশোনার বিষয় ছাড়া অন্য কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে আদালত জানতে চেয়েছে, গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একাধিক এফআইআর দায়ের হলেও কেন কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা নেননি। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, “বিশ্ববিদ্যালয়ে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অথচ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিচ্ছেন না। কেন পুলিশি সাহায্য চাওয়া হয়নি, তা পরবর্তী শুনানিতে ব্যাখ্যা করতে হবে।”

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভের জেরে মামলা

এই মামলার সূত্রপাত কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যোগদানকে কেন্দ্র করে। ছাত্রভোটের দাবিতে শিক্ষামন্ত্রীর গাড়ি আটকানো হয়, এমনকি তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্রাত্য বসুর গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনি আহত হন। পাল্টা অভিযোগ ওঠে, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় কয়েকজন ছাত্র আহত হয়েছেন।

এই ঘটনার পর আদালতে জানানো হয়, বারবার অশান্তি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। সেই প্রেক্ষিতেই হাইকোর্ট নির্দেশ দেয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন তিন সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।

আদালতের পর্যবেক্ষণ ও রাজনৈতিক প্রতিক্রিয়া

ব্রাত্য বসুর যাদবপুরে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, “বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে কেন শিক্ষামন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করলেন? এর ফল তো আরও খারাপ হতে পারত।”

এই রায়ের পর প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “যাদবপুর কি কোনও আলাদা দ্বীপরাষ্ট্র? মানুষ মাত্রেই রাজনৈতিক। আমার মনে হয়, আদালত বলতে চেয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যেন বিশ্ববিদ্যালয়ে না যান, ঠিক যেমনটা ব্রাত্য বসু করেছিলেন।”

এখন দেখার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যাখ্যা দেয় এবং পরবর্তী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।