কলকাতা: বিমানবন্দর যাত্রায় আর নেই যানজটের ঝামেলা। উত্তর কলকাতা থেকে কলকাতা বিমানবন্দরে (জয় হিন্দ মেট্রো স্টেশন) মেট্রো পরিষেবা শুরু হতে পারে আগামী জুলাই মাসে। সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল মাসে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) ৭ কিমি নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুট পরিদর্শন করবেন। সিআরএস-এর রিপোর্টের ভিত্তিতে পরিষেবা শুরু করার সম্ভাবনা রয়েছে জুন বা জুলাই মাসে।
কমিশনার অফ রেলওয়ে সেফটি হল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা ভারতের নতুন মেট্রো লিঙ্কের বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ছাড়পত্র প্রদান করে।
এশিয়ার বৃহত্তম পাতাল রেল কেন্দ্র
নবনির্মিত বিমানবন্দর মেট্রো স্টেশন এবং স্টেবলিং ইয়ার্ডটি প্রায় ১৩ মিটার নিচে অবস্থিত, যা এশিয়ার বৃহত্তম ভূগর্ভস্থ মেট্রো কেন্দ্রগুলির মধ্যে একটি। এটি হল হলুদ লাইনের প্রথম পর্যায়ের একটি অংশ, যা ১৮ কিমি নোয়াপাড়া-বারাসাত করিডোরের অন্তর্গত।
প্রথমে নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট ৩ কিমি রুটের সিআরএস অনুমোদন পেয়েছিল। তবে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির উদ্যোগে প্রথম পর্যায়ের সম্প্রসারণ করে আরও ৪ কিমি পর্যন্ত বাড়ানো হয়, যাতে দ্রুত বিমানবন্দরে মেট্রো পরিষেবা চালু করা যায়।
পরিকাঠামো ও বিশেষ সুবিধা
বিমানবন্দর মেট্রো স্টেশনের বিস্তৃতি প্রায় ২৯,০০০ বর্গমিটার, যেখানে পাঁচটি প্ল্যাটফর্মের মধ্যে প্রথম দুটি প্ল্যাটফর্ম আপাতত ব্যবহারযোগ্য। বাকি তিনটি প্ল্যাটফর্ম (৩, ৪ এবং ৫) কমলা লাইন বা নিউ গড়িয়া-বিমানবন্দর করিডোরের জন্য বরাদ্দ।
বিমানবন্দর কমপ্লেক্সের চারটি কোণ থেকে পাঁচটি প্রবেশ পথ রয়েছে। একটি সাবওয়ে বিমানবন্দরের গেট নম্বর ১-এ পৌঁছে দেবে, যেখানে যাত্রীদের সুবিধার্থে ২৭০ মিটার দীর্ঘ এবং ১৩ মিটার প্রশস্ত সাবওয়েতে দুটি চলমান পথ (ওয়াকালেটর) থাকবে। অন্য সাবওয়ে ৩৩০ মিটার লম্বা এবং ১০.৫ মিটার প্রশস্ত, যা যশোর রোডে পৌঁছে দেবে।
অন্তর্ভুক্ত সুবিধা
স্টেশন থেকে প্রায় ৩০০ মিটার দূরে স্টেবলিং ইয়ার্ডে সাতটি ট্র্যাক সহ রেক রাখার ব্যবস্থা রয়েছে। বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে মাত্র ৩০ মিনিটে এসপ্ল্যানেড পৌঁছানো যাবে। শহরের যে কোনো প্রান্ত এবং শহরতলি, এমনকি হাওড়া পর্যন্ত সহজে যাত্রা সম্ভব হবে।
মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার দেবিন্দর কুমার জানিয়েছেন, “এপ্রিল মাসে দমদম ক্যান্টনমেন্ট-বিমানবন্দর ৪ কিমি অংশের সুরক্ষা পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে। অনুমোদন পেলে জুন বা জুলাই মাসে পরিষেবা শুরু করা যাবে।”
এই মেট্রো পরিষেবা চালু হলে উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনার বহু যাত্রীর বিমানবন্দর যাত্রা সহজতর হবে।