Homeখবরকলকাতাএপ্রিলেই পরিদর্শন, জুলাই থেকে বিমানবন্দর মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা

এপ্রিলেই পরিদর্শন, জুলাই থেকে বিমানবন্দর মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা

প্রকাশিত

কলকাতা: বিমানবন্দর যাত্রায় আর নেই যানজটের ঝামেলা। উত্তর কলকাতা থেকে কলকাতা বিমানবন্দরে (জয় হিন্দ মেট্রো স্টেশন) মেট্রো পরিষেবা শুরু হতে পারে আগামী জুলাই মাসে। সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল মাসে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) ৭ কিমি নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুট পরিদর্শন করবেন। সিআরএস-এর রিপোর্টের ভিত্তিতে পরিষেবা শুরু করার সম্ভাবনা রয়েছে জুন বা জুলাই মাসে।

কমিশনার অফ রেলওয়ে সেফটি হল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা ভারতের নতুন মেট্রো লিঙ্কের বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ছাড়পত্র প্রদান করে।

এশিয়ার বৃহত্তম পাতাল রেল কেন্দ্র

নবনির্মিত বিমানবন্দর মেট্রো স্টেশন এবং স্টেবলিং ইয়ার্ডটি প্রায় ১৩ মিটার নিচে অবস্থিত, যা এশিয়ার বৃহত্তম ভূগর্ভস্থ মেট্রো কেন্দ্রগুলির মধ্যে একটি। এটি হল হলুদ লাইনের প্রথম পর্যায়ের একটি অংশ, যা ১৮ কিমি নোয়াপাড়া-বারাসাত করিডোরের অন্তর্গত।

প্রথমে নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট ৩ কিমি রুটের সিআরএস অনুমোদন পেয়েছিল। তবে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির উদ্যোগে প্রথম পর্যায়ের সম্প্রসারণ করে আরও ৪ কিমি পর্যন্ত বাড়ানো হয়, যাতে দ্রুত বিমানবন্দরে মেট্রো পরিষেবা চালু করা যায়।

পরিকাঠামো ও বিশেষ সুবিধা

বিমানবন্দর মেট্রো স্টেশনের বিস্তৃতি প্রায় ২৯,০০০ বর্গমিটার, যেখানে পাঁচটি প্ল্যাটফর্মের মধ্যে প্রথম দুটি প্ল্যাটফর্ম আপাতত ব্যবহারযোগ্য। বাকি তিনটি প্ল্যাটফর্ম (৩, ৪ এবং ৫) কমলা লাইন বা নিউ গড়িয়া-বিমানবন্দর করিডোরের জন্য বরাদ্দ।

বিমানবন্দর কমপ্লেক্সের চারটি কোণ থেকে পাঁচটি প্রবেশ পথ রয়েছে। একটি সাবওয়ে বিমানবন্দরের গেট নম্বর ১-এ পৌঁছে দেবে, যেখানে যাত্রীদের সুবিধার্থে ২৭০ মিটার দীর্ঘ এবং ১৩ মিটার প্রশস্ত সাবওয়েতে দুটি চলমান পথ (ওয়াকালেটর) থাকবে। অন্য সাবওয়ে ৩৩০ মিটার লম্বা এবং ১০.৫ মিটার প্রশস্ত, যা যশোর রোডে পৌঁছে দেবে।

অন্তর্ভুক্ত সুবিধা

স্টেশন থেকে প্রায় ৩০০ মিটার দূরে স্টেবলিং ইয়ার্ডে সাতটি ট্র্যাক সহ রেক রাখার ব্যবস্থা রয়েছে। বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে মাত্র ৩০ মিনিটে এসপ্ল্যানেড পৌঁছানো যাবে। শহরের যে কোনো প্রান্ত এবং শহরতলি, এমনকি হাওড়া পর্যন্ত সহজে যাত্রা সম্ভব হবে।

মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার দেবিন্দর কুমার জানিয়েছেন, “এপ্রিল মাসে দমদম ক্যান্টনমেন্ট-বিমানবন্দর ৪ কিমি অংশের সুরক্ষা পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে। অনুমোদন পেলে জুন বা জুলাই মাসে পরিষেবা শুরু করা যাবে।”

এই মেট্রো পরিষেবা চালু হলে উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনার বহু যাত্রীর বিমানবন্দর যাত্রা সহজতর হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।