Homeরাজ্যদঃ ২৪ পরগনাবাজি তৈরির সময় বিস্ফোরণ, পাথরপ্রতিমায় বাড়িতে পুড়ে মৃত পাঁচ, জখম একাধিক

বাজি তৈরির সময় বিস্ফোরণ, পাথরপ্রতিমায় বাড়িতে পুড়ে মৃত পাঁচ, জখম একাধিক

প্রকাশিত

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা সোমবার রাতে পর পর বিকট শব্দে কেঁপে ওঠে। বিকট শব্দের কিছু ক্ষণ পরেই দেখা যায় লেলিহান শিখায় জ্বলছে একটি বাড়ি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাড়ির ভিতরে থাকা পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েক জন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা

সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপরেই দেখতে পান, একটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে আবারও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। গ্রামবাসীরা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী।

মৃত্যুর আশঙ্কা ও সম্ভাব্য কারণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ জনের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয়দের একাংশের দাবি, বাড়িটিতে বাজি মজুত করা ছিল। বাসন্তী পুজো উপলক্ষে বাজি তৈরি করা হচ্ছিল এবং সেই সময়ই বিস্ফোরণ ঘটে। আবার অনেকে মনে করছেন, রান্নার সিলিন্ডার ফেটে আগুন লেগেছে।

প্রশাসনের প্রতিক্রিয়া

পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা জানিয়েছেন, ‘‘বাজি তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পুরো বাড়িতে আগুন ধরে যায়। এখনও বাড়ির ভিতরে আরও কিছুজন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে।’’

পুলিশের বক্তব্য

পুলিশ আপাতত দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে মন্তব্য করতে নারাজ। আগুন নেভানোর কাজ চলছে। উদ্ধারকাজও সমান তালে এগোচ্ছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। তবে বাড়িটির ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

উদ্ধারকাজ ও তদন্ত

আগুন সম্পূর্ণ নেভার পরই পুলিশের পক্ষ থেকে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করবে। আগুন লাগার প্রকৃত কারণ এবং বিস্ফোরণের উৎস নিয়ে খতিয়ে দেখা হবে। আপাতত এলাকা ঘিরে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।