Homeখবরদেশবাংলাদেশ 'ভেঙে' চট্টগ্রাম বন্দর পাওয়ার দাবি প্রাদ্যোত কিশোর দেববর্মার, সমালোচনার ঝড়

বাংলাদেশ ‘ভেঙে’ চট্টগ্রাম বন্দর পাওয়ার দাবি প্রাদ্যোত কিশোর দেববর্মার, সমালোচনার ঝড়

প্রকাশিত

বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দর পেতে বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ প্রস্তাব করলেন ত্রিপুরার তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা এবং বিজেপির জোটসঙ্গী প্রাদ্যোত কিশোর দেববর্মা। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মন্তব্যকে ঘিরে তিনি এই দাবি তোলেন।

ইউনূসের বিতর্কিত মন্তব্য

২৮ মার্চ বেজিংয়ে ‘সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে মুহাম্মদ ইউনূস বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভূমিবেষ্টিত এলাকা এবং সমুদ্রের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। বাংলাদেশই এই অঞ্চলের “একমাত্র সাগর অভিভাবক” এবং এই পরিস্থিতি চিনা অর্থনীতির সম্প্রসারণের সুযোগ তৈরি করতে পারে।

দেববর্মার কড়া প্রতিক্রিয়া

ইউনূসের এই বক্তব্যের পর ত্রিপুরার তিপ্রা মথা পার্টির প্রধান প্রাদ্যোত কিশোর দেববর্মা বলেন, “ভারতের সবচেয়ে বড় ভুল ছিল ১৯৪৭ সালে চট্টগ্রাম বন্দর ছেড়ে দেওয়া। বরং কোটি কোটি টাকা খরচ না করে বাংলাদেশ ভেঙে নিজেদের সমুদ্রবন্দর পাওয়া উচিত।”

তিনি আরও উল্লেখ করেন যে, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলি সবসময় ভারতভুক্ত হতে চেয়েছিল। বর্তমানে এই অঞ্চলগুলির লক্ষাধিক ত্রিপুরি, গারো, খাসি এবং চাকমা জনগণ বাংলাদেশে কঠিন পরিস্থিতিতে বসবাস করছে।

বিবৃতিতে উত্তেজনা বাড়ল

দেববর্মার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইউনূসের মন্তব্যকে “উসকানিমূলক” এবং “আক্রমণাত্মক” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই বক্তব্য ভারতের কৌশলগত দুর্বলতাকে তুলে ধরেছে।”

সামাজিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালও ইউনূসের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি প্রশ্ন তোলেন, “ভারতের সাতটি রাজ্য ভূমিবেষ্টিত, তবে তার মধ্যে কী গুরুত্ব রয়েছে?”

অপরদিকে, কংগ্রেস নেতা গৌরব গগৈ ইউনূসের মন্তব্যকে “গভীর উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য” বলে আখ্যা দেন।

চট্টগ্রাম বন্দর নিয়ে বিতর্ক

চট্টগ্রাম বন্দর ত্রিপুরার সাবরুম থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে। ২০২৪ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাবরুমে একটি স্থলবন্দর উদ্বোধন করেন। এই বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো সম্ভব, যা কলকাতা বা হলদিয়া বন্দরের চেয়ে অনেক কাছের।

উত্তর-পূর্বাঞ্চলের আশঙ্কা

নর্থ-ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স (নেডা) প্রধান হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেন, “চিকেনস নেক করিডোরের কৌশলগত দুর্বলতা নিয়ে বারবার আলোচনা হচ্ছে। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনাও সামনে এসেছে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।