Homeখবরদেশ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাই, ভারতে ফেরত এনে জানাল এনআইএ, জেরা...

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাই, ভারতে ফেরত এনে জানাল এনআইএ, জেরা শুরু

প্রকাশিত

২০০৮ সালের ২৬ নভেম্বর, মুম্বই শহরে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম মূলচক্রী তাহাউর হুসেন রানাকে অবশেষে ভারতে ফিরিয়ে আনা হল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ একটি বিশেষ বিমানে করে তাঁকে নিয়ে পৌঁছনো হয় দিল্লি বিমানবন্দরে। আমেরিকা থেকে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে আসার পরপরই তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

এনআইএ-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “২৬/১১ মুম্বই জঙ্গি হানার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তাঁকে বিচারের মুখোমুখি আনতে আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছিলাম।”

সূত্রের খবর, রানা এখন এনআইএ-র হেফাজতে রয়েছেন। তাঁকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে জেরা কুঠুরিতে। আরেকটি সূত্র জানাচ্ছে, তাঁকে তিহাড় জেলে স্থানান্তরিত করা হতে পারে।

কার্যত রানা কে?

পাকিস্তানি বংশোদ্ভূত এই কানাডিয়ান নাগরিক একসময় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বন্দিশালায় দীর্ঘদিন ছিলেন আটক। অভিযোগ, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম পরিকল্পনাকারী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এনআইএ জানাচ্ছে, হেডলির সঙ্গে মিলেই মুম্বই হামলার ছক কষেছিলেন রানা।

রানার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে —

  • অপরাধমূলক ষড়যন্ত্র
  • ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
  • হত্যা
  • জালিয়াতি
  • বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) অনুযায়ী মামলা

এছাড়াও নিষিদ্ধ জঙ্গি সংগঠন লশকর-এ-তৈবা এবং হরকত-উল-জিহাদি ইসলামি (হুজি)-র সঙ্গেও রানা যুক্ত ছিলেন বলে এনআইএ জানিয়েছে। পাকিস্তানে অবস্থানকারী কিছু ষড়যন্ত্রকারীর সঙ্গেও রানা যোগাযোগ রাখতেন বলে দাবি তদন্তকারী সংস্থার।

জানা গিয়েছে, রানাকে প্রথমে দিল্লির পাতিয়ালা হাউজ আদালতে তোলা হবে। সেখান থেকে তাঁকে মুম্বই আদালতে স্থানান্তরিত করে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে।

২০০৮ সালের সেই বিভীষিকাময় হামলায় ১৬৬ জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনায় দীর্ঘদিন ধরেই রানা ছিলেন অন্যতম পলাতক অভিযুক্ত। অবশেষে তাঁকে ভারতে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।