Homeখবরদেশপিএনবি ব্যাঙ্ক কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোক্সী বেলজিয়ামে গ্রেফতার, ভারতের অনুরোধে শুরু...

পিএনবি ব্যাঙ্ক কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোক্সী বেলজিয়ামে গ্রেফতার, ভারতের অনুরোধে শুরু হল প্রত্যার্পণের প্রক্রিয়া

প্রকাশিত

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাতক হীরার ব্যবসায়ী মেহুল চোক্সী-কে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। ভারতের অনুরোধে তাঁর প্রত্যার্পণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সরকারি সূত্রের খবর। শনিবার তাঁকে গ্রেফতার করা হয় বলে সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলি।

বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে স্ত্রী প্রীতি চোক্সী-র সঙ্গে বসবাস করছিলেন মেহুল। জানা গিয়েছে, বেলজিয়ামে থাকার জন্য তিনি ‘F রেসিডেন্সি কার্ড’ পান ২০২৩ সালের ১৫ নভেম্বর। কিন্তু সেখানে ভুয়ো তথ্য, জাল নথি এবং ভ্রান্ত ঘোষণার মাধ্যমে তিনি রেসিডেন্সি কার্ড পান বলে অভিযোগ। এর আগেও অ্যাসোসিয়েটেড টাইমস, ক্যারিবিয়ান অঞ্চলের একটি সংবাদমাধ্যম জানিয়েছিল যে, ভারত বেলজিয়াম সরকারের কাছে তাঁর প্রত্যার্পণ চেয়েছে।

কে মেহুল চোক্সী?

মেহুল চোক্সী, ভারতের অন্যতম বড় গয়না সংস্থা গীতাঞ্জলি জেমস-এর প্রতিষ্ঠাতা। তিনি ১৩,৫০০ কোটি টাকার পিএনবি ঋণ জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) তাঁর বিরুদ্ধে একাধিক চার্জশিট দায়ের করেছে। ২০১৮ সালে তিনি প্রথম পলাতক হন এবং আশ্রয় নেন অ্যান্টিগুয়া ও বারবুডা-তে। পরে তিনি সেখান থেকে বেলজিয়ামে স্থানান্তরিত হন। তাঁর স্ত্রী প্রীতি চোক্সী বেলজিয়ামের নাগরিক।

চোক্সীর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস থাকলেও, সেটি কিছুদিন আগে বাতিল হয়। এরপরই ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি তাঁর প্রত্যার্পণের উদ্যোগ নেয়। গ্রেফতারির পর এখন ভারতের তরফে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়া জোরকদমে শুরু হয়েছে।

ভারতে ফিরলে মেহুল চোক্সীর বিরুদ্ধে শুরু হতে পারে আবার জিজ্ঞাসাবাদ ও বিচার প্রক্রিয়া—পিএনবি কেলেঙ্কারির মতো বড় আর্থিক অপরাধের বিচারে এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন তদন্তকারীরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।