নতুন বছর, নতুন আশা। বাংলা ১৪৩২-কে বরণ করে নিতে উৎসবে মাতল কলকাতা। ১ বৈশাখ মানেই শহরের প্রতিটি কোণায় চেনা আমেজ—মঙ্গল শোভাযাত্রা, ব্যবসায়ীদের হালখাতা, আর কালীঘাট ও দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের ঢল। এবছরও তার অন্যথা হল না।

বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠান হালখাতা পালনের মাধ্যমে গ্রাহকদের স্বাগত জানাল। দোকানে দোকানে ছিল মিষ্টিমুখ আর পূজার আয়োজন। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে লক্ষ্মী-গণেশের পুজোয় অংশ নিতে সকাল থেকে লাইন পড়ে গিয়েছিল। দেবী দর্শনের পরে ভক্তদের মুখে নতুন বছরের আশীর্বাদের আশা।

শহরের নানা প্রান্তে দেখা গেল মঙ্গল শোভাযাত্রা। শহরের রাস্তার মোড়ে মোড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

এই উৎসবমুখর চিত্র ক্যামেরাবন্দি করেছেন রাজীব বসু।

নববর্ষে এই প্রাণবন্ত কলকাতা যেন জানিয়ে দিল—সংস্কৃতিই তার আত্মা, উৎসবই তার চালচিত্র।