শিয়ালদহ ডিভিশনের ব্যস্ততম লাইনগুলিতে রেল যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত। এতদিন শুধুমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট থাকা লেডিস স্পেশাল ‘মাতৃভূমি লোকাল’ ট্রেনে এবার পুরুষ যাত্রীরাও সফর করতে পারবেন। ডিভিশনের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ট্রেনগুলির দু’ থেকে তিনটি কামরা সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে, যেখানে পুরুষ ও মহিলা উভয়েই যাত্রা করতে পারবেন।
বর্তমানে শিয়ালদহ ডিভিশনে ৬ জোড়া মাতৃভূমি লোকাল ট্রেন চলছে, যা শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্য নির্ধারিত ছিল। এই ট্রেনগুলি আপ ও ডাউন রুটে চলাচল করে শিয়ালদহ থেকে বারুইপুর, ক্যানিং, রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ এবং বারাসত রুটে।
সম্প্রতি ডিভিশনের সব লোকাল ট্রেন ১২ কামরার করা হয়েছে। এর ফলে অতিরিক্ত তিনটি কোচ যোগ হওয়ায় মাতৃভূমি লোকালগুলিতে যাত্রীসংখ্যা কমে গিয়েছে। অনেক ক্ষেত্রেই ট্রেনে খালি আসন থাকছে, যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পুরুষ যাত্রীরা। সেই কারণে রেল কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিল।
বর্তমান মাতৃভূমি লোকালের সময়সূচি:
- রানাঘাট–শিয়ালদহ (আপ): সকাল ৭:৪৫ → সকাল ৯:২৮
- শিয়ালদহ–রানাঘাট (ডাউন): বিকেল ৫:৫৪ → সন্ধ্যা ৭:৪০
- কৃষ্ণনগর–শিয়ালদহ (আপ): সকাল ৮:৪০ → সকাল ১১:০০
- শিয়ালদহ–কৃষ্ণনগর (ডাউন): বিকেল ৫:০৫ → সন্ধ্যা ৭:২৯
- বনগাঁ–শিয়ালদহ (আপ): সকাল ৭:১৫ → সকাল ৯:১৫
- শিয়ালদহ–বনগাঁ (ডাউন): বিকেল ৫:৩২ → সন্ধ্যা ৭:৪০
- বারাসত–শিয়ালদহ (আপ): সকাল ৯:৩৫ → সকাল ১০:২০
- শিয়ালদহ–বারাসত (ডাউন): সন্ধ্যা ৬:১৪ → সন্ধ্যা ৭:০৫
- ক্যানিং–শিয়ালদহ (আপ): সকাল ৮:৩৩ → সকাল ৯:৪৮
- বারুইপুর–শিয়ালদহ (আপ): সকাল ৯:৪২ → সকাল ১০:৩০
- শিয়ালদহ–ক্যানিং (ডাউন): সন্ধ্যা ৬:২০ → সন্ধ্যা ৭:৩৫
- শিয়ালদহ–বারুইপুর (ডাউন): বিকেল ৫:৩৫ → সন্ধ্যা ৬:১৬
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের সঠিকভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এবং ট্রেনগুলির ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনগুলিতে সুনির্দিষ্ট কোচে লেডিস-অনলি চিহ্ন থাকবে, বাকি সাধারণ কামরায় সবাই উঠতে পারবেন।
রেল কর্তৃপক্ষের আশা, এই পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন, এবং ট্রেনগুলির সম্পূর্ণ সুবিধা সর্বস্তরের যাত্রীদের জন্য ব্যবহারযোগ্য হবে।
পড়ুন: ১৩১টি নিম্নমানের ওষুধ চিহ্নিত কেন্দ্রের, রাজ্যে জাল ওষুধ নিয়ে কড়া বার্তা মুখ্যসচিবের