Homeখবরদেশপহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত,...

পহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত, একনজরে সব আপডেট

প্রকাশিত

কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার জেরে গোটা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মঙ্গলবারের ওই হামলায় প্রাণ হারান অন্তত ২৮ জন নিরীহ মানুষ, আহত আরও ২০ জন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকেই নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠক শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর উপত্যকা পরিদর্শন করেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় আড়াই ঘণ্টার উচ্চপর্যায়ের বৈঠকের পরে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পাকিস্তানের নাগরিকদের ‘সার্ক’ ভিসা বাতিল করা হয়। পাশাপাশি, স্থগিত করা হয়েছে দীর্ঘদিনের সিন্ধু জলচুক্তি। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করে, তবে এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এদিকে, গোটা উপত্যকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এখনও ধরা পড়েনি পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা। তবে নিরাপত্তা সূত্রে খবর, এই হামলায় অংশগ্রহণকারীরা সকলেই পাকিস্তানের নাগরিক এবং তাদের সহায়তা করেছে কাশ্মীরের স্থানীয় মদতকারীরা। সূত্রের দাবি, লস্কর-ই-তৈবার ছদ্মনামধারী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ হামলার দায় স্বীকার করলেও, এতে পাকিস্তানের সরাসরি হাত রয়েছে বলেই মনে করছে তদন্তকারী সংস্থাগুলি।

জঙ্গি খোঁজে তল্লাশি জারি

সেনাবাহিনী ও এনআইএ-সহ বিভিন্ন সংস্থা উপত্যকায় তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত হামলায় জড়িতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, তবে সূত্রের দাবি, তারা সবাই বিদেশি এবং পাকিস্তানের মদতপুষ্ট।

৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় জম্মু-কাশ্মীরে

নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে উপত্যকায় ৬৫ জন বিদেশি জঙ্গি সক্রিয় রয়েছে। এদের মধ্যে ৩৫ জন লস্কর-ই-তৈবার, ২১ জন জৈশ-ই-মহম্মদের এবং ৩ জন হিজবুল মুজাহিদীনের সঙ্গে যুক্ত। হিজবুল সদস্যরা পাকিস্তান থেকেই এসেছেন।

AIMPLB-র ওয়াকফ প্রতিবাদ স্থগিত

ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে চলা বিক্ষোভ তিন দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। তারা এই হামলার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছে।

ফাওয়াদ খানের ছবির মুক্তির বিরোধিতা, ক্ষোভ চলচিত্র মহলেও

জঙ্গি হামলার পর পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের নতুন ছবি ‘আবির গুলাল’ ভারতে মুক্তি পেতে দেওয়া উচিত নয়—এই দাবিতে সরব হয়েছেন ভারতীয় ফিল্ম ফেডারেশনের সভাপতি অশোক পণ্ডিত। তাঁর মতে, “দেশের উপর যুদ্ধ হলে শিল্পীদের জন্য আলাদা নিয়ম চলতে পারে না।”

শেখ হাসিনার বার্তা: মানবসভ্যতার বুকে ক্ষত

এই ঘটনার নিন্দায় মুখ খুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, “পহেলগাঁওয়ের জঙ্গি হামলা মানবিক সমাজ গঠনের পথে বড় অন্তরায়। বাংলাদেশ এই লড়াইয়ে ভারতের পাশে আছে।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।