Homeখেলাধুলোআইপিএলসবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসাবে শতরান করে আইপিএল-এ ইতিহাস গড়ল ১৪ বছরের বৈভব...

সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসাবে শতরান করে আইপিএল-এ ইতিহাস গড়ল ১৪ বছরের বৈভব সূর্যবংশী

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২৫ সালের ২৮ এপ্রিল – আইপিএল-এর ইতিহাসে স্মরণীয় দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকল। সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসাবে আইপিএল-এ শতরান করল ১৪ বছরের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ৩৫ বলে শতরান করল বৈভব। শুধু তা-ই নয়, মাত্র ১৭ বলে অর্ধশতরান করে কনিষ্ঠতম ব্যাটার হিসাবেও আর-এক কীর্তি গড়ল বৈভব।

আইপিএল-এ আর-একটি রেকর্ড প্রায় করে ফেলেছিল বৈভব। কিন্তু দুর্ভাগ্য তার। সেটা হল না। সেটা হল সবচেয়ে কম বলে অর্ধশতরান। এই রেকর্ডটি রয়েছে ক্রিস গেলের দখলে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে ৩০ বলে শতরান করেন গেল। এই তালিকায় দ্বিতীয় নামটি থাকল বৈভব সূর্যবংশীর।    

সোমবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে রাজস্থান রয়্যালস ব্যাট করতে পাঠায় গুজরাত টাইটান্সকে। নির্ধারিত ২০ ওভারে গুজরাত তোলে ৪ উইকেটে ২০৯ রান। অধিনায়ক শুভমন গিল (৫০ বলে ৮৪ রান), জোস বাটলার (২৬ বলে ৫০ রান নট আউট) এবং সাই সুদর্শনের (৩০ বলে ৩৯ রান) ব্যাটের সুবাদে লড়াই করার মতো রান তোলে গুজরাত। জবাবে রাজস্থান রয়্যালস ১৫.৫ ওভারেই পৌঁছে গেল লক্ষ্যমাত্রায়। তারা তুলল ২ উইকেটে ২১২ রান। জিতে গেল ৮ উইকেটে। স্বাভাবিক ভাবেই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হল বৈভব।

প্রতিটি বলকেই এ ভাবে মাঠের বাইরে পাঠাতে চাইছিল বৈভব। ছবি Indian Premier League ‘X’ থেকে নেওয়া।

গুজরাতের দেওয়া লক্ষ্যমাত্রাকে নিয়ে এরকম যে ছেলেখেলা করবে রাজস্থান রয়্যালস তা ভাবাও যায়নি। আর রাজস্থান রয়্যালস এই ছেলেখেলা করল বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সোয়ালের ওপেনিং জুটির দৌলতে। আরও বলা ভালো বৈভবের ঝড়ের দৌলতে। ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, রশিদ খানের মতো বোলারদের রীতিমতো নাচিয়ে ছাড়ল বৈভব। তাঁদের প্রতিটি বলকে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করে গেল সে। তার ব্যাটিং-ঝড় দেখে সঙ্গী যশস্বী জয়সোয়াল (৪০ বলে ৭০ রান নট আউট) নিজেকে কিছুটা গুটিয়েই রাখলেন। ওপেনিং জুটিতে ১১.৫ ওভারে ১৬৬ রান তুলে বৈভব যখন প্যাভিলিয়নে ফিরে গেল তখন তার ঝুলিতে ১০১ রান। ৩৮টা বল খেলল। স্ট্রাইক রেট ২৬৫.৭৮। তার রানে ছিল ১১টা ছয় আর ৭টা চার।

গত মাসেই ১৪ বছর হয়েছে বৈভবের বয়স। আইপিএল-এ অভিষেক হল ১৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়েছিল বৈভব। প্রথম বলেই এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা। অবিশ্বাস্য। কার বলে ছক্কা মারল সে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ক্রিকেটার শার্দূল ঠাকুর। এখানেই থেমে গেল না সে। তৃতীয় বলে চার। এ ভাবেই সে তার ইনিংস গড়ল। ২০ বলে করল ৩৪, ৩টে ছয় আর ২টি চারের সাহায্যে। দুর্ভাগ্য বৈভবের। ২০ বলে ৩৪ রান করে স্টাম্প আউট হয়ে গেল সে। সে দিন বৈভব যখন প্যাভিলিয়নে ফিরছে তখন তার চোখে জল। হেলমেট খুলে ডান হাতের বুডো আঙুল দিয়ে চোখ মুছতে মুছতে ফিরল সে।

বৈভবের খেলা দেখে নিজেকে কিছুটা গুটিয়েই রাখলেন যশস্বী। ছবি Indian Premier League থেকে নেওয়া।

১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। ২১১ দিনের জন্য কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের রেকর্ডটা গড়া হল না বৈভবের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার নজির রয়েছে রাজপুতানার প্রাক্তন ক্রিকেটার আলিমুদ্দিন খানের। মাত্র ১২ বছর ৭৩ দিন বয়সে রণজি ট্রফিতে রাজস্থানের হয়ে অভিষেক হয়েছিল তার। দেশভাগের পর আলিমুদ্দিন পাকিস্তানে চলে যান এবং সে দেশের হয়ে ২৫টি ট্রেস্ট খেলেন।

২০১১-এর ২৭ মার্চ বিহারের সমস্তিপুরে বৈভবের জন্ম। বাঁহাতি ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা শুরু বিহারের হয়ে ২০২৪-এর জানুয়ারিতে। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম খেলা। বিনু মানকড় ট্রফিতে বিহারের অনুর্দ্ধ ১৯-এর হয়ে খেলেছে বৈভব সূর্যবংশী।   

আইপিএলের নিলামে বৈভবকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভ্রূ কুঁচকেছিলেন। কিন্তু আস্থা রেখেছিলেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেছিলেন, বৈভবকে পূর্ণ ক্রিকেটার হিসাবে গড়ে তুলবে রাজস্থান। দ্রাবিড় যে কথার কথা বলেননি, তা আইপিএলে সুযোগ পেয়েই প্রমাণ করে দিচ্ছে বৈভব। সোমবার গুজরাতের বোলারদের নিয়ে তার ছেলেখেলা দেখিয়ে হুইলচেয়ারে বসে থাকা দ্রাবিড়কে দাঁড় করিয়ে দিল ১৪ বছরের কিশোর।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...