Homeখবরদেশমূর্তির পোশাক ও অলংকার তৈরি করে মুসলিমরা, বয়কটের দাবি উড়িয়ে দিলেন বাঁকে...

মূর্তির পোশাক ও অলংকার তৈরি করে মুসলিমরা, বয়কটের দাবি উড়িয়ে দিলেন বাঁকে বিহারী মন্দিরের প্রধান পুরোহিত

প্রকাশিত

বাঁকে বিহারী মন্দির মুসলিম সম্প্রদায়কে বয়কটের দাবিকে দৃঢ়ভাবে নাকচ করল। সোমবার মন্দির পরিচালনা কমিটির সদস্য ও পুরোহিত জ্ঞানেন্দ্র কিশোর গোস্বামী স্পষ্টভাবে জানালেন, মুসলিমরা এখানে বহু দশক ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বিশেষ করে ঠাকুর বাঁকে বিহারীর জন্য পোশাক তৈরি ও অলংকার নির্মাণে তাদের ভূমিকা অনস্বীকার্য।

গোস্বামী বলেন, “এটা বাস্তবসম্মত নয়। মুসলিম কারিগর ও তাঁতিরা বহু বছর ধরে মন্দিরের জন্য মুকুট, পোশাক, চুড়ি ইত্যাদি তৈরি করছেন। অনেক মুসলিম ভক্তও বাঁকে বিহারীকে বিশ্বাস করেন এবং নিয়মিত মন্দির দর্শনে আসেন।” তিনি আরও জানান, “পহেলগামের হামলাকারী জঙ্গিদের কড়া শাস্তি হওয়া উচিত, আমরা সরকারের সঙ্গে আছি। তবে বৃন্দাবনে হিন্দু ও মুসলিমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।”

মথুরা ও বৃন্দাবনের কিছু অঞ্চলে বিক্ষোভকারীরা হিন্দু দোকানদার ও যাত্রীদের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বাণিজ্য না করার অনুরোধ করেছিলেন এবং মুসলিম ব্যবসায়ীদের সাইনবোর্ডে মালিকের নাম লেখার দাবি তোলেন।

মন্দিরের অদূরে ‘স্টার মুকুট’ নামের দোকানের মালিক জাভেদ আলি জানান, “ওরা এসে সাইনবোর্ডে মালিকের নাম লেখার কথা বলেছিল। আমি এখানে ২০ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছি। আমার বাবা ছিলেন একজন দর্জি। আমরা সবসময় গ্রাহকদের বিলের সঙ্গে আমার নাম ও মোবাইল নম্বর দিয়ে রসিদ দিই। আমাদের কিছুই লুকানোর নেই। বাঁকে বিহারীর আশীর্বাদে এখানে সবসময় শান্তি বজায় থাকে।”

আলির দোকানের পাশের ব্যবসায়ী নिखিল আগরওয়ালও বলেন, “আমাদের মধ্যে কখনও কোনও সমস্যা হয়নি। প্রয়োজনে আমরা একে অপরের সাহায্য করি।”

পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত এই ইস্যুতে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।