আজকের সময় স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ার পাশাপাশি দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজকর্ম, আর্থিক লেনদেন সারা, বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে স্মার্টফোন। অত্যাধুনিক স্মার্টফোনের ওপর আমাদের নির্ভরতা যত বাড়ছে ততই বাড়ছে সাইবার জালিয়াতি, হ্যাকিং ও ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনাও বাড়ছে। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যখন আপনার অজান্তেই গোপনে কেউ আপনার স্মার্টফোনের মাধ্যমে লোকেশন বা আপনার গতিবিধি ট্র্যাক করছে।
আপনার স্মার্টফোনে আপনার ব্যক্তিগত অনেক তথ্য, ব্যাঙ্কিং লেনদেনের তথ্য থাকে, তাই কেউ যাতে আপনার অজান্তেই আপনার স্মার্টফোন মারফত লোকেশন ট্র্যাক না করতে পারে তা সুনিশ্চিত করা প্রয়োজন। কীভাবে বুঝবেন কেউ আপনার স্মার্টফোনে আপনার গতিবিধি ট্র্যাক করছে কিনা—
- স্মার্টফোনের সেটিংস খুলুন
- স্ক্রোল করে নীচের দিকে গিয়ে গুগল অপশনে ট্যাপ করুন
- ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন
পিপল অ্যান্ড শেয়ারিং মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন কাদের সঙ্গে আপনি আপনার লোকেশন শেয়ার করেছেন। সন্দেহজনক ব্যক্তির নাম তালিকায় থাকলে লোকেশন শেয়ারিং ডিসেবল করে দিন।
কোন অ্যাপ আপনার লোকেশন অ্যাকসেস করছে তা দেখুন। প্রয়োজন না হলে নিয়ন্ত্রণ করুন। স্মার্টফোনের সেটিংসে গিয়ে লোকেশন অপশন ক্লিক করুন। অ্যাপ পারমিশন বা অ্যাপ লোকেশন অ্যাকসেস অপশন বেছে নিন। অ্যাপ ব্যবহারের সময় লোকেশন অ্যাকসেস দেবেন কিনা তা বেছে নিন
পড়ুন: ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে