Homeভ্রমণভ্রমণের খবরঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে এবার অনলাইন টিকিট! উপকৃত হবেন পর্যটকরা, ভিড় এড়াতে নতুন...

ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে এবার অনলাইন টিকিট! উপকৃত হবেন পর্যটকরা, ভিড় এড়াতে নতুন উদ্যোগ

প্রকাশিত

ঝাড়গ্রাম জেলার অন্যতম আকর্ষণ জুলজিক্যাল পার্কে পর্যটকদের জন্য বড়সড় সুবিধা চালু হল। এতদিন পর্যন্ত কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটতে হত পর্যটকদের। এবার থেকে অনলাইনেও টিকিট কাটা যাবে। এই পদক্ষেপের ফলে বাইরে থেকে আসা ভ্রমণপ্রেমীরা উপকৃত হবেন বলে মনে করছে বনদফতর ও পর্যটনমহল।

রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, “ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। আগের মতো কাউন্টারে যেমন টিকিট মিলবে, পাশাপাশি অনলাইনেও সহজেই টিকিট কাটতে পারবেন পর্যটকরা।” পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্যোগেই এই আধুনিক ব্যবস্থা চালু হয়েছে।

শহরের ধবনী বিটে প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই পার্কটি একসময় ‘ডিয়ার পার্ক’ নামে পরিচিত ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পার্কটির ব্যাপক সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ শুরু হয়। আনা হয়েছে বিভিন্ন প্রজাতির পশুপাখি, তৈরি হয়েছে কৃত্রিম প্রজননের ব্যবস্থা, অ্যাম্বুল্যান্স সুবিধাও চালু হয়েছে।

২০২৩ সালে পার্কের ভিতর পর্যটকদের জন্য ‘সেলফি জোন’ এবং জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প বিক্রির জন্য ‘সৃষ্টিশ্রী বিপণন কেন্দ্র’ চালু হয়েছে। রয়েছে পর্যাপ্ত বসার জায়গা ও শৌচাগারের ব্যবস্থাও।

বর্তমানে এই পার্কে দেখা মিলছে চিতল হরিণ, সম্বর হরিণ, স্বর্ণমৃগ, ভালুক, হায়না, নেকড়ে, চিতাবাঘ, নানা প্রজাতির পাখি, এমু, কচ্ছপ, গোসাপ, বনমুরগি, সাপ, গন্ধগোকুল, বাঁদর, হনুমান ও ময়ূরের মতো বহু প্রাণীর। সম্প্রতি ব্রাজিল ও আফ্রিকা থেকে আনা হয়েছে বিভিন্ন প্রজাতির টিয়া, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবাশিস চট্টোপাধ্যায় বলেন, “বছরে প্রায় দু’লক্ষ মানুষ এখানে বেড়াতে আসেন। ভিড়ের সময় টিকিটের লাইন খুবই দীর্ঘ হয়। অনলাইন টিকিট চালু হওয়ায় পর্যটকদের আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না।”

বনবিভাগের প্রাক্তন কর্তা সমীর মজুমদার জানান, “একসময় পার্কটি ছোট ছিল। এখন রাজ্যের অন্যতম চিড়িয়াখানায় পরিণত হয়েছে। সময়ের সঙ্গে আধুনিকীকরণের পথে হাঁটছে পার্ক। অনলাইন টিকিট ব্যবস্থা সেই আধুনিকতারই আরেক ধাপ।”

জানা গিয়েছে, পর্যটকরা এখন অনলাইন টিকিট বুক করে নির্ধারিত QR কোড স্ক্যান করে পার্কে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট নেওয়ার সুযোগ থাকছে। সব মিলিয়ে ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে আরও উজ্জ্বল দ্যুতি যোগ করল এই জুলজিক্যাল পার্ক।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।