Homeশিল্প-বাণিজ্যডাকঘর এজেন্টদের বড় স্বস্তি, এজেন্সি নবীকরণে শংসাপত্রের নিয়মে ছাড়

ডাকঘর এজেন্টদের বড় স্বস্তি, এজেন্সি নবীকরণে শংসাপত্রের নিয়মে ছাড়

প্রকাশিত

ডাকঘর এজেন্টদের জন্য এজেন্সি নবীকরণ আরও সহজ হল। রাজ্য অর্থদপ্তরের আওতাধীন স্বল্প সঞ্চয় বিভাগ নতুন নির্দেশিকায় জানাল, এবার থেকে আর বাধ্যতামূলক নয় গেজেটেড অফিসারের দেওয়া ‘কনডাক্ট সার্টিফিকেট’। তার বদলে হেড পোস্টমাস্টার বা সাব পোস্টমাস্টারের দেওয়া শংসাপত্রও গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে।

এতদিন এজেন্সি নবীকরণের ক্ষেত্রে দু’টি শংসাপত্র জমা দিতে হত, যা সাধারণত এলাকার জনপ্রতিনিধি ও গেজেটেড অফিসারদের থেকে সংগ্রহ করা হত। অনেক ক্ষেত্রেই এই শংসাপত্র পেতে এজেন্টদের সমস্যায় পড়তে হত। এবার সেই সমস্যা অনেকটাই মিটতে চলেছে।

ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল দাস জানিয়েছেন, “আমরা গোড়া থেকেই গেজেটেড অফিসারের শংসাপত্রের বিরোধিতা করেছি। রাজ্যে যেখানে স্ব-প্রত্যয়ন চালু রয়েছে, সেখানে এই বাধ্যবাধকতা অযৌক্তিক ছিল। এখন এই পরিবর্তন হওয়ায় আমরা খুশি।”

এছাড়াও, যেসব মহিলা এজেন্টের দুই ধরনের এজেন্সি রয়েছে— ‘স্যাস’ (SAS) এবং ‘এমপিকেবিওয়াই’ (MPKBY), তাঁদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। তাঁদের এজেন্সি নবীকরণে আয়ের প্রমাণ হিসেবে শুধু একটি ‘২৬ এএস’ ফর্ম জমা দিলেই চলবে বলে জানানো হয়েছে নতুন নির্দেশিকায়।

নতুন এই নিয়ম কার্যকর হলে রাজ্যের কয়েক হাজার ডাকঘর এজেন্টের কাজে সাশ্রয় ও স্বস্তি— এমনটাই মত স্বল্প সঞ্চয় ক্ষেত্রে যুক্ত বিভিন্ন মহলের।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।