কলকাতা: আর এক বছরও বাকি নেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগেই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) সঙ্গে বৈঠক করে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বদলির দাবি জানালেন তিনি।
বৈঠক শেষে শুভেন্দু বলেন, “২০২৬ সালের বিধানসভা ভোট রাজ্যের অফিসারদের দিয়ে করানো চলবে না। এসপি, ওসি, আইসি—সবাইকে রাজ্যের বাইরে পাঠাতে হবে। বাইরে থেকে অফিসার এনে বসাতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাক কমিশন।”
বিরোধী দলনেতার অভিযোগ, “ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই পুলিশ অফিসারদের ফোনে পাওয়া যায় না। বিরোধীদের ফোন তাঁরা ধরেন না। মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ক্ষেত্রেও দেখা গিয়েছে, থানায় ফোন করা সত্ত্বেও পুলিশ সাড়া দেয়নি। কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিয়ে তদন্ত কমিটিও সে কথা বলেছে।”
শুধু পুলিশ নয়, শুভেন্দুর নিশানায় ছিলেন সরকারি আধিকারিকরাও। তাঁর কথায়, “পাবলিক সার্ভিস কমিশনে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে একাংশ। এরা দুর্নীতির সঙ্গে যুক্ত।”
তিনি আরও অভিযোগ করেন, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বেআইনি ভোটার তালিকা সংযোজনের অভিযোগ উঠেছে সাব-ডিভিশন অফিসে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে। শুভেন্দুর দাবি, “এই ঘটনার তদন্ত রাজ্য পুলিশ নয়, সিবিআইয়ের মাধ্যমে হোক।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে চাপ বাড়াতে চাইছে বিজেপি। অন্যদিকে, কমিশনের ওপর নিরপেক্ষ নির্বাচনের ভার চাপিয়ে ভোটের আগেই চাপ তৈরি করে রাখছে বিরোধীরা।