Homeখবরদেশ৯ বছর পর আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী মোদী, রাজ্যে পা রাখার আগেই তৃণমূলকে নিশানা

৯ বছর পর আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী মোদী, রাজ্যে পা রাখার আগেই তৃণমূলকে নিশানা

প্রকাশিত

অপারেশন সিঁদুরের পর এই প্রথম, বাংলায় প্রধানমন্ত্রীর পা। ৯ বছর পর ফের আসছেন আলিপুরদুয়ারে। রয়েছে সরকারি প্রকল্পের শিলান্যাস, বিজেপির সভা, এবং রাজনৈতিক বার্তা।

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫—এই দিনে আলিপুরদুয়ারে বহু প্রতীক্ষিত সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের আবহে এই সফরের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারি সফরের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। একদিকে যেমন সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) প্রকল্পের শিলান্যাস করবেন, অন্যদিকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির জনসভায় ভাষণ দেবেন।

এই সফর ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। প্যারেড গ্রাউন্ডে তৈরি হয়েছে দুটি পৃথক মঞ্চ—একটি প্রশাসনিক অনুষ্ঠানের জন্য, অন্যটি জনসভার জন্য। রয়েছে একটি স্থায়ী হ্যালিপ্যাড এবং তৈরি করা হয়েছে অতিরিক্ত তিনটি অস্থায়ী হ্যালিপ্যাড। প্রশাসন ও বিজেপি—দু’পক্ষই একে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বার্তা বলেই দেখছে।

সরকারি প্রকল্পের শিলান্যাস:

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, “২৯ মে দুপুরে আলিপুরদুয়ারে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করব। এই প্রকল্পের ফলে বহু মানুষ উপকৃত হবেন। কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

এই প্রকল্প মূলত পরিবেশবান্ধব জ্বালানির প্রসার ঘটিয়ে ঘরোয়া ও বাণিজ্যিক স্তরে এলপিজি-নির্ভরতা কমানোর লক্ষ্যে গৃহীত হয়েছে।

জনসভা ও রাজনৈতিক বার্তা:

জনসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করার প্রস্তুতিও স্পষ্ট করেছেন মোদী। অন্য একটি টুইটে তিনি লেখেন, “গত এক দশকে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেছেন বাংলার মানুষ। অন্যদিকে তাঁরা তৃণমূল সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় ক্লান্ত।”

বিজেপির দাবি, প্রধানমন্ত্রী মোদীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। ২০১৬ সালে মাদারিহাটে ভোট প্রচারে আসার পর এই প্রথম বার তিনি আলিপুরদুয়ারে পা রাখছেন।

তৃণমূল নেতৃত্ব যদিও বলছে, প্রশাসনিক প্রকল্পকে রাজনীতির মঞ্চ বানাতে চাইছে বিজেপি। তৃণমূলের দাবি, রাজ্যের প্রকল্পগুলির কোনও স্বীকৃতি না দিয়েই প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রচার চালাতে বাংলায় আসছেন।

সফরের সময়সূচি:

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দুপুর ২:০৫ মিনিট নাগাদ হাসিমারা বায়ুসেনা ঘাঁটি থেকে হেলিকপ্টারে রওনা দেবেন আলিপুরদুয়ারের উদ্দেশে। সভাস্থল সংলগ্ন হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর প্রশাসনিক সভা ও জনসভা দুই অনুষ্ঠানেই ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী কী ঘোষণা করেন, তা নিয়ে কৌতূহল চরমে পৌঁছেছে আলিপুরদুয়ারবাসীর মধ্যে। রাজ্যের উত্তরাংশে উন্নয়ন ও পরিকাঠামোর প্রসারে কেন্দ্রীয় কোনও বিশেষ প্যাকেজের ঘোষণা হয় কি না, সেদিকেও নজর রাজনৈতিক মহলের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

আরও পড়ুন

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।