Homeখবরবিদেশ'ওরা থুতু ফেললে, আমরা মারব!' লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে সেনা পাঠিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের

‘ওরা থুতু ফেললে, আমরা মারব!’ লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে সেনা পাঠিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশিত

লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভ ঘিরে তৈরি হল অগ্নিগর্ভ পরিস্থিতি। সেনা নামিয়ে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় জানালেন, কেউ যদি সেনা বা পুলিশ অফিসারদের মুখে থুতু ফেলে, তার ‘ভয়ঙ্কর ফল’ হবে। তাঁর কথায়, “They spit, we hit!”

নিউ জার্সির একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, লস অ্যাঞ্জেলেসে অন্তত ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। অভিবাসন রেড বা ধরপাকড়ের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়।

মারিয়াচি প্লাজা থেকে লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারের দিকে মিছিল করেন বিক্ষোভকারীরা। তাঁরা “ICE out of LA” স্লোগান দিতে থাকেন।

এমন পরিস্থিতিতে কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই ন্যাশনাল গার্ড সদস্যরা টিয়ার গ্যাস ও পেপার বল ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করেন বলে দাবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও যেখানে ধোঁয়ার কুন্ডলিতে ঢেকে গেছে রাস্তা।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার অন্তত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মুখপাত্র নর্মা আইসেনম্যান জানালেন, বিক্ষোভকারীদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হলেও অনেকে অমান্য করেন।

এদিকে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ দুই সদস্য— সহ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং উপদেষ্টা স্টিফেন মিলার এই বিক্ষোভকে ‘বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন।

তবে এখনো পর্যন্ত ১৮০৭ সালের Insurrection Act প্রয়োগ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এই আইন অনুযায়ী, প্রয়োজনে গৃহবিক্ষোভ সামাল দিতে সেনাবাহিনী ব্যবহার করতে পারেন প্রেসিডেন্ট।

এই বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “এটা নির্ভর করছে ঘটনাস্থলে কী হচ্ছে, তার উপর। গতকাল রাতের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।”

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেন্ডলটনের মেরিন সেনারা ‘হাই অ্যালার্টে’ রয়েছেন। পরিস্থিতি না থামলে সক্রিয় সেনা মোতায়েন করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এই ঘটনার প্রেক্ষিতে আমেরিকায় নাগরিক অধিকারের প্রশ্ন, অভিবাসন নীতি এবং সামরিক হস্তক্ষেপের মাত্রা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক বন্দি করে দেশছাড়া করার দাবি ট্রাম্পের, চলছে সামরিক অভিযান

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশছাড়া করার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযান, জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত।