বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থাপত্যে হামলার ঘটনার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। সূত্রের খবর, সোমবার বিকেল নাগাদ এই সাক্ষাৎ হতে পারে নবান্নে।
রবিবারই কলকাতায় এসে পৌঁছেছেন বাংলাদেশের হাইকমিশনার। যদিও বৈঠকের সময় এখনও চূড়ান্ত হয়নি বলে হাইকমিশন সূত্রে জানানো হয়েছে। তবে প্রশাসনিক সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক “অত্যন্ত তাৎপর্যপূর্ণ” হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশের সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে সম্প্রতি হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনার নিন্দা করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান।
তাঁর সেই চিঠিতে উঠে এসেছিল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গও। বিশেষ করে, হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা, মনীষীদের অপমান এবং সংস্কৃতির উপর আঘাত নেমে এসেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
এই পরিস্থিতিতে বাংলাদেশের হাইকমিশনারের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, শুধু রবীন্দ্র ভবন ভাঙচুরই নয়, গোটা ভারত-বাংলাদেশ সম্পর্ক, বাংলার সঙ্গে সংযুক্ত ঐতিহ্য ও কূটনৈতিক আলোচনার দিক থেকেও এই বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।