Homeখবরবিদেশইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায়...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

প্রকাশিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এক ধাক্কায় যুদ্ধে রূপ নিল। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আমেরিকার বিমান হামলার পর এবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। এই ঘটনার জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে ভারতের উপর।

জানা গিয়েছে, ফোর্দো, নাটান্‌জ ও এসফাহান— ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকান যুদ্ধবিমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে “একটি চমৎকার সামরিক সাফল্য” বলে আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

এর পরই ইরানের আইআরজিসি নেভির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তাংসিরি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “হরমুজ প্রণালী কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ করে দেওয়া হবে।”

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল-পরিবহণ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি হয়— যা বিশ্বজুড়ে দৈনিক ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ। প্রণালীটি বন্ধ হয়ে গেলে সৌদি আরব, ইরাক, কুয়েত ও ইউএই-এর তেল রফতানি কার্যত বন্ধ হয়ে যাবে।

এই পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই ৯০ ডলার পেরিয়েছে, ডব্লিউটিআই পৌঁছেছে ৮৭ ডলারে। বিশ্লেষকরা সতর্ক করছেন, prolonged সংকট তৈরি হলে তেলের দাম ১২০–১৫০ ডলারে পৌঁছতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে গভীর সঙ্কটে ফেলবে।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও চরমভাবে প্রভাবিত হবে। কারণ, ভারতের প্রায় ৯০% অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরশীল এবং তার মধ্যে ৪০%-এর বেশি তেল হরমুজ প্রণালী পেরিয়ে আসে। এই পথে কোনো বিঘ্ন ঘটলে ভারতীয় পরিশোধনাগারগুলির কাজ ব্যাহত হবে, বাড়বে মুদ্রাস্ফীতি, চাপ পড়বে বাণিজ্য ঘাটতিতে এবং টাকার মূল্য পড়ে যেতে পারে।

সরকারের ৭৪ দিনের তেল-মজুত থাকলেও সেটা দীর্ঘমেয়াদে যথেষ্ট নাও হতে পারে। এই পরিস্থিতিতে সরকারি স্তরে জরুরি পরিকল্পনার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।

বিশ্বের আর্থিক বাজার ইতিমধ্যেই চরম অনিশ্চয়তার মুখে। জ্বালানি ব্যয় বেড়ে গেলে উৎপাদন খরচ বাড়বে, জাহাজ চলাচল ব্যাহত হবে, বিমা সংস্থাগুলি যুদ্ধজনিত ঝুঁকি প্রিমিয়াম বাড়াবে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি ১-২% কমে যেতে পারে এবং বিশ্বমন্দার আশঙ্কা তৈরি হতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সোনভদ্রের পাথরখাদানে ধস: তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার, বেশ কয়েকজন এখনও আটকে রয়েছেন

খবর অনলআইন ডেস্ক: উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিল্লী মারকুন্ডি এলাকায় একটি পাথরখাদানে ধসে তিনজন শ্রমিকের...

দিল্লি গাড়ি বিস্ফোরণ: আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল এনআইএ, কাশ্মীরি যুবক গ্রেফতার

খবর অনলাইন ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল জাতীয়...

বিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

বিহার নির্বাচনে পরাজয়ের পর তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে তীব্র বিরোধের জেরে রাজনীতি ও পরিবার থেকে দূরে সরে গেলেন লালু যাদবের মেয়ে রোহিনী আচার্য। অভিযোগ উঠছে সঞ্জয় যাদব ও রমিজ নেমত খানের ভূমিকাও রয়েছে।

হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর মৌরী। নতুন গবেষণায় দেখা গেছে, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ মৌরী বিপাকক্রিয়া বাড়ায়, হরমোন নিয়ন্ত্রণ ও ঘুমেরও উন্নতি করে।

আরও পড়ুন

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...