Homeগান-বাজনারস মগন মিউজিক অ্যাকাডেমি আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান কলাকুঞ্জে  

রস মগন মিউজিক অ্যাকাডেমি আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান কলাকুঞ্জে  

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার সন্ধ্যায় কলামন্দির সভাগৃহের কলাকুঞ্জ হলে এক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল রস মগন মিউজিক অ্যাকাডেমি।

শাস্ত্রীয় সংগীতের কালজয়ী শিল্পী পদ্মবিভূষণ বাবা আব্দুল রাশিদ খান এবং পণ্ডিত চিন্ময় লাহিড়ীকে স্মরণ করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। তাঁদের ছবিতে মাল্যদান করেন তাঁদের যোগ্য উত্তরসূরি পণ্ডিত শুভময় ভট্টাচার্য ও প্রথিতযশা সংগীতজ্ঞ ও মিউজিক কম্পোজার শ্রী দুর্বাদল চ্যাটার্জি।  

সরোদ বাদন পরিবেশন করছেন রণজিৎ সেনগুপ্ত। তবলায় সমীর নন্দী।

প্রথমেই সংগীত পরিবেশ্ন করেন পূবালিকা ভট্টাচার্য মৈত্র ও সঞ্চারী চৌধুরী।   তাঁদের দ্বৈত পরিবেশন ছিল রাগ পুরিয়া ধনশ্রী উপরে। প্রথমে একতাল বিলম্বিত, একতাল দ্রুত এবং পরে একটি তারানা, তিনতালে নিবদ্ধ ছিল তাঁদের সংগীত পরিবেশন। প্রাচীন কালের বান্দিশ এবং আব্দুল রাশিদ খানের বান্দিশে দুই শিল্পী গোটা সভাগৃহকে মোহিত করে রাখেন। হারমোনিয়ামে ওঁদের সঙ্গে সঙ্গত করেন অ্যাকাডেমির গুরু পণ্ডিত শুভময় ভট্টাচার্য। তবলায় ছিলেন রঘুনাথ নন্দী এবং তানপুরায় ছিলেন সমাদৃতা হালদার।

পরের অনুষ্ঠান ছিল শিল্পী রণজিৎ সেনগুপ্তের। তিনি বাজালেন সরোদ, মিয়াঁ মল্লার রাগে। তাঁর অনবদ্য পরিবেশনায় শিল্পী শ্রোতাদের আনন্দ দান করেন। তবলায় সঙ্গত করেন সমীর নন্দী।

সংগীত পরিবেশন করছেন শুভাশিস মুখার্জি। তবলায় অশোক মুখার্জি এবং হারমোনিয়ামে রঞ্জন মুখার্জি।      

শেষ শিল্পী ছিলেন শুভাশিস মুখার্জি, তবলায় সঙ্গত করেন অশোক মুখার্জি। রাগ চাঁদনী কেদার ও পরে রামদাসী মল্লার রাগে সংগীত পরিবেশন করেন শুভাশিস মুখার্জি। ওঁকে হারমোনিয়ামে সাহায্য করেন রঞ্জন মুখার্জি।

শাস্ত্রীয় সংগীত শিক্ষার সঠিক উত্তরাধিকার বজায় রাখার কাজে পণ্ডিত শুভময় ভট্টাচার্য, তাঁর অ্যাকাডেমি এবং তাঁর শিষ্যমণ্ডলী যে ভাবে ব্রতী হয়েছেন, তা সব দিক থেকে ধন্যবাদার্হ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিল্প, সঙ্গীত ও বস্ত্রবয়নের মেলবন্ধনে অনুষ্ঠিত হল ‘ফেব্রিক অফ মিউজিক’

বালিগঞ্জের দাগা নিকুঞ্জে অনুষ্ঠিত ‘Fabric of Music’ ফেস্টিভ্যালে সংগীত, টেক্সটাইল ঐতিহ্য ও শিল্পচর্চার অনন্য মেলবন্ধন। সরোদশিল্পী সৌমিক দত্তের পরিবেশনা ও কর্মশালায় সুর ও বস্ত্রের যুগলবন্দি।

‘বাঙালির শিল্প ঐতিহ্যের মশাল বহন করতে হবে পরবর্তী প্রজন্মকেই,’ টুরিয়া টকসে বললেন সঙ্গীতশিল্পী জয় বড়ুয়া

বাংলার সৃজনশীল ঐতিহ্যকে ‘জেনারেশনাল ওয়েলথ’ বলে অভিহিত করলেন সংগীতশিল্পী জয় বড়ুয়া। তুরিয়া টকসের নতুন সিজনে শিল্প, ঐতিহ্য ও আবেগের কথায় অনুপ্রেরণার ছোঁয়া।