Homeখবরদেশমণিপুরে আবার হিংসা, চুরাচান্দপুরে দুষ্কৃতীদের আক্রমণে এক বৃদ্ধ-সহ চার জন খুন

মণিপুরে আবার হিংসা, চুরাচান্দপুরে দুষ্কৃতীদের আক্রমণে এক বৃদ্ধ-সহ চার জন খুন

প্রকাশিত

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: ফের উত্তপ্ত মণিপুরে। সোমবার রাজ্যের চুরাচান্দপুর জেলায় দুষ্কৃতীরা চার জন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, চুরাচান্দপুর জেলার মংজাং গ্রামের কাছে দুপুর প্রায় ২টা নাগাদ এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ৬০ বছর বয়সি বৃদ্ধাও রয়েছেন।

জানা গেছে, ভুক্তভোগীরা গাড়িতে যাওয়ার সময় আগে থেকে অপেক্ষা করে থাকা বন্দুকধারী দুর্বৃত্তরা তাদের হত্যা করে। ঘটনাস্থলেই চার জনেরই মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, যে গ্রামে এই ঘটনা ঘটেছে, সেটি চুরাচান্দপুর শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত।

চুরাচান্দপুর জেলা সদর দপ্তরের এক কর্মকর্তার মতে, চার জনকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের শনাক্তকরণের কাজ চলছে। পুলিশ জানার চেষ্টা করছে, নিহত ব্যক্তিরা কারা, কোথা থেকে এসেছিলেন, কোথায় যাচ্ছিলেন। যদিও এখনও পর্যন্ত কোনো সংগঠন এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।

ঘটনার পরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহগুলি উদ্ধার করে। তদন্তের সময় ঘটনাস্থল থেকে ১২টিরও বেশি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তাবাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু হয়েছিল। সে সময় থেকে এই সংঘর্ষ এখনও পর্যন্ত চলছেই। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে হওয়া এই সংঘর্ষে বহু লোকের মৃত্যু হয়েছে ও অনেকে আহত হয়েছেন। এরই মধ্যে কয়েক মাস আগে রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। কিন্তু তার পরেও রাজ্য থেকে বিভিন্ন সময়ে বহু সহিংস ঘটনা সামনে এসেছে।

আগের তুলনায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বটে, তবে চুরাচান্দপুরের সোমবারের ঘটনা রাজ্যের পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। এই হামলার পরে প্রশাসন সাধারণ মানুষকে শান্তি বজায় রাখতে এবং গুজব থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ স্ক্যান করে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার বিশদ জানার চেষ্টা করছে। গোটা ঘটনার প্রেক্ষাপটে বর্তমানে পুলিশ তদন্ত করছে। সুতরাং তদন্তের পর আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

বিহার নির্বাচনে পরাজয়ের পর তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে তীব্র বিরোধের জেরে রাজনীতি ও পরিবার থেকে দূরে সরে গেলেন লালু যাদবের মেয়ে রোহিনী আচার্য। অভিযোগ উঠছে সঞ্জয় যাদব ও রমিজ নেমত খানের ভূমিকাও রয়েছে।

হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর মৌরী। নতুন গবেষণায় দেখা গেছে, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ মৌরী বিপাকক্রিয়া বাড়ায়, হরমোন নিয়ন্ত্রণ ও ঘুমেরও উন্নতি করে।

‘ভুল ব্যাখ্যা করেছিলাম’, রামমোহনকে‘ব্রিটিশ এজেন্ট’বলার ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশ এজেন্ট’ বলায় চাপে পড়ে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিংহ পারমার। ভিডিও বার্তায় বললেন—তিনি ভুল ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেস ও তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া।

ইডেনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ভারত: বাভুমার লড়াই, হারমারের জাদুতে ১২৪ রানও তুলতে পারল না গম্ভীরের দল

ইডেন গার্ডেন্সে চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রান তাড়াতে নেমে ভেঙে পড়ল ভারত। টেম্বা বাভুমার লড়াই এবং সাইমন হারমারের স্পিনে ব্যর্থ হল রাহুল-পন্থরা। সিরিজ় জয়ের সুযোগ শেষ।

আরও পড়ুন

বিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

বিহার নির্বাচনে পরাজয়ের পর তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে তীব্র বিরোধের জেরে রাজনীতি ও পরিবার থেকে দূরে সরে গেলেন লালু যাদবের মেয়ে রোহিনী আচার্য। অভিযোগ উঠছে সঞ্জয় যাদব ও রমিজ নেমত খানের ভূমিকাও রয়েছে।

‘ভুল ব্যাখ্যা করেছিলাম’, রামমোহনকে‘ব্রিটিশ এজেন্ট’বলার ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশ এজেন্ট’ বলায় চাপে পড়ে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিংহ পারমার। ভিডিও বার্তায় বললেন—তিনি ভুল ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেস ও তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া।

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...