নিউটাউনে গড়ে উঠল আইটিসি লিমিটেডের বিশ্বমানের তথ্যপ্রযুক্তি কেন্দ্র। প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই প্রকল্প আগামী দিনে রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (২ জুলাই) রাজ্য সরকারের তরফে এই আইটি ক্যাম্পাসের জন্য আনুষ্ঠানিকভাবে অকুপেনসি সার্টিফিকেট তুলে দেওয়া হয় আইটিসি কর্তৃপক্ষের হাতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে এই খবর জানান। তিনি লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনকেডিএ নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩-এ অবস্থিত আইটিসি লিমিটেডের বিশ্বমানের তথ্যপ্রযুক্তি ক্যাম্পাসের জন্য অকুপেনসি সার্টিফিকেট জারি করছে, যা আমাদের হিডকো কর্তৃপক্ষের বরাদ্দ করা ১৭ একর জমিতে গড়ে উঠেছে।”
জানা গিয়েছে, এই ক্যাম্পাসে তিনটি গুরুত্বপূর্ণ ভবন রয়েছে— একটি হাইরাইজ অফিস টাওয়ার, একটি ব্যবসায়িক সহায়তা কেন্দ্র এবং একটি নিবেদিত জ্ঞানকেন্দ্র। পুরো প্রকল্পটি তৈরি হয়েছে প্রায় ১৪.৫ লক্ষ বর্গফুটেরও বেশি জায়গার উপর।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রায় পাঁচ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে সরকারি সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর কথায়, “জাতীয় ও আন্তর্জাতিক ডিজিটাল এবং তথ্যপ্রযুক্তি শিল্পে পশ্চিমবঙ্গই যে শ্রেষ্ঠ গন্তব্য, তা আরও একবার প্রমাণিত হল।”
প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই (২৪ জুন) বেঙ্গল সিলিকন ভ্যালিতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস-এর অফিস তৈরির প্রথম পর্যায়ের বিল্ডিং প্ল্যানের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেই প্রকল্পে প্রায় ২৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে আশা। মুখ্যমন্ত্রী সে সময়ও বলেছিলেন, পশ্চিমবঙ্গ এখন তথ্যপ্রযুক্তি বিনিয়োগের অন্যতম আদর্শ স্থান।
প্রশাসনিক মহলের মতে, আইটিসি এবং টিসিএস-এর এই দুই বড় প্রকল্প দেখিয়ে দিচ্ছে, রাজ্যে বিনিয়োগ করতে চাইলে লাল ফিতের জটিলতা বিনিয়োগকারীদের সামনে কোনও বাধা হয়ে দাঁড়ায় না। বরং প্রয়োজনীয় অনুমোদন দ্রুতই মিলছে।