Homeখবররাজ্যআইটিসি-র বিশ্বমানের তথ্যপ্রযুক্তি কেন্দ্র নিউটাউনে, ১২০০ কোটি বিনিয়োগে পাঁচ হাজার কর্মসংস্থান সম্ভাবনা

আইটিসি-র বিশ্বমানের তথ্যপ্রযুক্তি কেন্দ্র নিউটাউনে, ১২০০ কোটি বিনিয়োগে পাঁচ হাজার কর্মসংস্থান সম্ভাবনা

প্রকাশিত

নিউটাউনে গড়ে উঠল আইটিসি লিমিটেডের বিশ্বমানের তথ্যপ্রযুক্তি কেন্দ্র। প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই প্রকল্প আগামী দিনে রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (২ জুলাই) রাজ্য সরকারের তরফে এই আইটি ক্যাম্পাসের জন্য আনুষ্ঠানিকভাবে অকুপেনসি সার্টিফিকেট তুলে দেওয়া হয় আইটিসি কর্তৃপক্ষের হাতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে এই খবর জানান। তিনি লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনকেডিএ নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩-এ অবস্থিত আইটিসি লিমিটেডের বিশ্বমানের তথ্যপ্রযুক্তি ক্যাম্পাসের জন্য অকুপেনসি সার্টিফিকেট জারি করছে, যা আমাদের হিডকো কর্তৃপক্ষের বরাদ্দ করা ১৭ একর জমিতে গড়ে উঠেছে।”

জানা গিয়েছে, এই ক্যাম্পাসে তিনটি গুরুত্বপূর্ণ ভবন রয়েছে— একটি হাইরাইজ অফিস টাওয়ার, একটি ব্যবসায়িক সহায়তা কেন্দ্র এবং একটি নিবেদিত জ্ঞানকেন্দ্র। পুরো প্রকল্পটি তৈরি হয়েছে প্রায় ১৪.৫ লক্ষ বর্গফুটেরও বেশি জায়গার উপর।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রায় পাঁচ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে সরকারি সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর কথায়, “জাতীয় ও আন্তর্জাতিক ডিজিটাল এবং তথ্যপ্রযুক্তি শিল্পে পশ্চিমবঙ্গই যে শ্রেষ্ঠ গন্তব্য, তা আরও একবার প্রমাণিত হল।”

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই (২৪ জুন) বেঙ্গল সিলিকন ভ্যালিতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস-এর অফিস তৈরির প্রথম পর্যায়ের বিল্ডিং প্ল্যানের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেই প্রকল্পে প্রায় ২৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে আশা। মুখ্যমন্ত্রী সে সময়ও বলেছিলেন, পশ্চিমবঙ্গ এখন তথ্যপ্রযুক্তি বিনিয়োগের অন্যতম আদর্শ স্থান।

প্রশাসনিক মহলের মতে, আইটিসি এবং টিসিএস-এর এই দুই বড় প্রকল্প দেখিয়ে দিচ্ছে, রাজ্যে বিনিয়োগ করতে চাইলে লাল ফিতের জটিলতা বিনিয়োগকারীদের সামনে কোনও বাধা হয়ে দাঁড়ায় না। বরং প্রয়োজনীয় অনুমোদন দ্রুতই মিলছে।

আরও পড়ুন: কলকাতার সায়েন্স সিটিতে চাকরির সুযোগ! অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন্‌স এগজ়িকিউটিভ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন

হেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

হেরিটেজ স্বীকৃতি পেতে পারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে আসছে এই ঐতিহ্যের বিশেষ তাৎপর্য।

‘দেবীপক্ষ শুরু হয়নি, উৎসবের সূচনা করলাম’ পুজো উদ্বোধন বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা

দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি আসলে উৎসবের সূচনা করেছেন। এ বছর প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করবেন বলে জানালেন তিনি।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।