Homeখবরদেশউস্কানিমূলক সোশ্যাল মিডিয়া কনটেন্টে বাড়ছে অশান্তি, অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর

উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া কনটেন্টে বাড়ছে অশান্তি, অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর

প্রকাশিত

সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কনটেন্ট ও সাইবার অপরাধ বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি দু’পাতার চিঠি লিখে এই প্রসঙ্গে কঠোর আইন তৈরির আবেদন জানান। তাঁর বক্তব্য, এই ধরণের কনটেন্ট সমাজে অপরাধপ্রবণতা বাড়াচ্ছে, উস্কে দিচ্ছে সাম্প্রদায়িক উত্তেজনা, হিংসা, এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ।

চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, “সম্প্রতি দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় জাল খবর, বিভ্রান্তিকর ভিডিও এবং উস্কানিমূলক বক্তব্য সমাজের একাংশে অপরাধপ্রবণতা বাড়িয়ে তুলছে। এই ধরনের বিষয়বস্তু শুধুমাত্র ভুল তথ্য ছড়ানোর মাধ্যমই নয়, বরং সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা, হিংসা এবং মহিলাদের উপর আক্রমণের কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

তিনি আরও বলেন, এই ধরনের কনটেন্ট এবং সাইবার অপরাধ সবথেকে বেশি প্রভাব ফেলছে সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের উপর—বিশেষ করে মহিলা, শিশু, প্রবীণ এবং আর্থিকভাবে দুর্বল মানুষ, যারা এই ধরনের অনলাইনের বিপদের বিরুদ্ধে লড়ার মতো প্রস্তুত নন।

মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন যে সাইবার অপরাধের জেরে সাধারণ মানুষ নানা মানসিক, আর্থিক ও সামাজিক সমস্যায় জর্জরিত। তিনি বলেন, “সাইবার অপরাধের জটিলতা এবং প্রভাব দিন দিন বেড়েই চলেছে। আর্থিক প্রতারণা, পরিচয় চুরি, অনলাইন হয়রানি থেকে শুরু করে মানহানিকর মন্তব্য—সব মিলিয়ে ব্যক্তি এবং প্রতিষ্ঠান, উভয়ের উপরেই পড়ছে ব্যাপক প্রভাব।”

আসন্ন বর্ষাকালীন সংসদ অধিবেশনের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর দাবি, “ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে আইনকাঠামো এবং তার প্রয়োগ আরও শক্তিশালী হওয়া জরুরি। যাতে এই ধরণের অপরাধের বিরুদ্ধে কার্যকর রোধ গড়ে তোলা যায়।”

সেই সঙ্গে তিনি জোর দিয়েছেন সচেতনতা বৃদ্ধির উপর। তাঁর পরামর্শ, দেশজুড়ে ডিজিটাল সাক্ষরতা অভিযান, জনসচেতনতা ক্যাম্পেন এবং কমিউনিটি এনগেজমেন্ট কর্মসূচি শুরু করতে হবে। নাগরিকদের মধ্যে অনলাইনের তথ্য যাচাই করার দক্ষতা এবং সন্দেহজনক কনটেন্ট রিপোর্ট করার প্রবণতা গড়ে তুলতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

চিঠির শেষাংশে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “এই ইস্যু জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং নাগরিকদের মঙ্গল—সব ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলছে। এখনই উপযুক্ত পদক্ষেপ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

আরও পড়ুন: শমীকের সংবর্ধনার মঞ্চেই হৃদ্‌রোগে আক্রান্ত উত্তর কলকাতার বিজেপি সভাপতি, ভর্তি হাসপাতালে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর মৌরী। নতুন গবেষণায় দেখা গেছে, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ মৌরী বিপাকক্রিয়া বাড়ায়, হরমোন নিয়ন্ত্রণ ও ঘুমেরও উন্নতি করে।

‘ভুল ব্যাখ্যা করেছিলাম’, রামমোহনকে‘ব্রিটিশ এজেন্ট’বলার ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশ এজেন্ট’ বলায় চাপে পড়ে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিংহ পারমার। ভিডিও বার্তায় বললেন—তিনি ভুল ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেস ও তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া।

ইডেনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ভারত: বাভুমার লড়াই, হারমারের জাদুতে ১২৪ রানও তুলতে পারল না গম্ভীরের দল

ইডেন গার্ডেন্সে চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রান তাড়াতে নেমে ভেঙে পড়ল ভারত। টেম্বা বাভুমার লড়াই এবং সাইমন হারমারের স্পিনে ব্যর্থ হল রাহুল-পন্থরা। সিরিজ় জয়ের সুযোগ শেষ।

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...

আরও পড়ুন

‘ভুল ব্যাখ্যা করেছিলাম’, রামমোহনকে‘ব্রিটিশ এজেন্ট’বলার ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশ এজেন্ট’ বলায় চাপে পড়ে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিংহ পারমার। ভিডিও বার্তায় বললেন—তিনি ভুল ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেস ও তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া।

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...

তিন দশক ধরে ভোটে না লড়েও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, শেষ কবে বিধায়ক হয়েছিলেন

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ১৯৮৫-এর পর আর MLA হননি। ৩০ বছর ধরে লেজিসলেটিভ কাউন্সিলের মাধ্যমে সক্রিয় রাজনীতি। লোকসভায়ও ছ’বার নির্বাচিত নীতীশের রাজনৈতিক যাত্রাপথ নিয়ে প্রতিবেদন।