Homeখবরকলকাতাট্রাভেল এজেন্সির প্রতারণা, নিউ আলিপুরের নব দম্পতির ইউরোপে হানিমুনের স্বপ্ন চূরমার

ট্রাভেল এজেন্সির প্রতারণা, নিউ আলিপুরের নব দম্পতির ইউরোপে হানিমুনের স্বপ্ন চূরমার

প্রকাশিত

নিউ আলিপুরের এক নবদম্পতির ইউরোপে হানিমুন স্বপ্ন এক ধাক্কায় দুঃস্বপ্নে বদলে গেল। প্রায় ৭.৬ লক্ষ টাকা খোয়ালেন তাঁরা এক ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হয়ে।

দম্পতির অভিযোগ, দক্ষিণ কলকাতার Survey Park–East Jadavpur এলাকায় অফিস থাকা একটি ট্রাভেল এজেন্সি ইউরোপ ট্যুরের নামে তাঁদের কাছ থেকে টানা জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একাধিক ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ৭.৬ লক্ষ টাকা নেয়। মে মাসের ১৪ তারিখ থেকে তাঁদের ইউরোপ ট্যুর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের মাত্র তিন দিন আগে, এজেন্সির তরফে তাঁদের কাছে একটি মেসেজ আসে—ট্যুর বাতিল করে দেওয়া হয়েছে। কোনও ব্যাখ্যা বা রিফান্ডের হদিশ মেলেনি।

দম্পতির কথায়, “আমাদের শুধু ডামি বুকিং দেখানো হয়েছিল, যেগুলোর কোনও ফ্লাইট বা হোটেল কনফার্মেশন ছিল না। ফলে ভিসার জন্য প্রয়োজনীয় ট্র্যাভেল ভাউচারও জোগাড় করা যায়নি।” ওই ব্যক্তি একজন নতুন সংস্থার পার্টনার বলে জানিয়েছেন।

দম্পতির অভিযোগের ভিত্তিতে পুলিশ এজেন্সির দুই মালিকের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছে। জানা গেছে, অভিযুক্তরা রিফান্ড দেওয়ার অঙ্গীকারে জুন ২৭ তারিখে দুটি পোস্ট–ডেটেড চেক দিয়েছিল, যার প্রত্যেকটি ৩.৮ লক্ষ টাকার। তবে সেই চেক বাস্তবে ক্যাশ না হওয়ার আশঙ্কাও প্রবল।

শহরে একের পর এক ট্রাভেল প্রতারণা

এই ঘটনা একা নয়। কয়েক দিন আগেই হুগলির চুঁচুড়ায় এক ট্রাভেল এজেন্টকে ৫.২ কোটি টাকার বিমান টিকিট প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আবার একবালপুর থানায় এক ব্যক্তি দক্ষিণ-পূর্ব এশিয়ার ভুয়ো ট্যুর প্যাকেজ দেখিয়ে প্রায় ২ কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ।

পুলিশের পরামর্শ ও সতর্কতা

লালবাজারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “ভোটার, পাসপোর্ট বা প্যান কার্ডের মতো প্রমাণ না থাকলে যেকোনও ট্রাভেল এজেন্সি থেকে পুরো টাকা আগাম দেবেন না। বুকিংয়ের আগে সব তথ্য যাচাই করুন। হোটেল বা এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন। সব সময় নথিভুক্ত ও স্বীকৃত ট্রাভেল এজেন্সির সঙ্গেই লেনদেন করুন।”

পুলিশ ও সাইবার সেলের তরফে নাগরিকদের জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে:

  • ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না।
  • ভুয়ো বা অস্পষ্ট নথিপত্র পেলে সতর্ক হোন।
  • ট্যুরের আগে বিস্তারিত ইটিনারারি ও রসিদ সংগ্রহ করুন।
  • যেকোনও সন্দেহজনক ট্রাভেল অফার বা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ নিকটবর্তী থানায় জানান।
  • উপভোক্তা সুরক্ষা দফতরের সঙ্গেও যোগাযোগ করুন।

এক অভিজ্ঞ ট্যুর অপারেটর বলেন, “যদি কোনও অফার খুব বেশি ভালো লাগে বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটি ফাঁদ।”

কলকাতা সহ আশেপাশের শহরে বেড়ে চলেছে এই ধরনের ট্রাভেল জালিয়াতির ঘটনা। সামান্য অসতর্কতাতেই বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন সাধারণ মানুষ। তাই ট্রাভেল বুকিংয়ের আগে সাবধান হোন, যাচাই করুন এবং প্রমাণসহ লেনদেন করুন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।