লন্ডন: ২৫তম গ্র্যান্ড স্লাম পাওয়ার আশা পূরণ হল না নোভাক জোকোভিচের। উইম্বল্ডনে পর পর তিন বার হারলেন জোকোভিচ। তফাত শুধু দুটি ক্ষেত্রে। ২০২৩ ও ২০২৪-এ জোকোভিচ ফাইনালে হেরে গিয়েছিলেন কার্লোস আলকারাজের কাছে। আর এবার সেমিফাইনালে হেরে গেলেন ইয়ানিক সিনারের কাছে। সিনার স্ট্রেট সেটে হারালেন জোকোভিচকে। ফল ৬-৩, ৬-৩, ৬-৪।
ও দিকে আর-একটি সেমিফাইনালে কার্লোস আলকারাজ হারালেন টেলর ফ্রিৎজকে। চার সেটের লড়াইয়ে ফল আলকারাজের পক্ষে ফল ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৬)। আগামী রবিবার ১৩ জুলাই ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার।
সিনারের সহজ জয়
বিশ্ব টেনিস র্যাঙ্কিং-এ এক নম্বরে রয়েছেন ইটালির ইয়ানিক সিনার। ২৩ বছরের সিনার খুব সহজেই হারালেন র্যাঙ্কিং-এ ছ’ নম্বরে ৩৮ বছরের কিংবদন্তি টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচকে। দুই খেলোয়াড়ের শক্তি আর স্ট্যামিনায় যে আকাশ-পাতাল পার্থক্য তা খেলা দেখেই বোঝা যাচ্ছিল। আজকের জোকোভিচের দেখে মনে হচ্ছিল, ইনি সেই জোকোভিচ নন, ইনি তাঁর অবতার।

আশাপূরণ হল না জোকোভিচের। ছবি Wimbledon ‘X’ থেকে নেওয়া।
প্রথম দুটি সেটে সিনার তাঁর সার্বিয়ার প্রতিপক্ষকে সারা কোর্ট ছুটিয়ে মারলেন। তৃতীয় সেটে ম্যাচে ফেরার চেষ্টা করলেন জোকোভিচ। প্রতিপক্ষের সার্ভিস ভেঙে ভালোই শুরু করেছিলেন। কিন্তু দারুণ স্ট্রোকপ্লে-র মাধ্যমে আবার খেলার দখল নিলেন সিনার এবং স্ট্রেট সেটেই বাজিমাত করলেন।
উইম্বল্ডনে ফাইনালে যাওয়ার হ্যাটট্রিক আলকারাজের
বিশ্ব র্যাঙ্কিং-এ দু’ নম্বরে থাকা কার্লোস আলকারাজ উইম্বল্ডনের সেমিফাইনালে হারালেন পাঁচ নম্বরে থাকা টেলর ফ্রিৎজকে। আলকারাজের জয় কিন্তু সহজেই হয়নি। এবারের উইম্বল্ডনে আলকারাজকেই ফেভারিট মনে করা হচ্ছে। কিন্তু সেই আলকারাজকে বেশ লড়াই দিলেন ফ্রিৎজ।
প্রথম সেটে ৪-৬ ফলে হারলেও দ্বিতীয় সেটে ফিরে এলেন মার্কিন খেলোয়াড় ফ্রিৎজ। এবং সেই সেট ছিনিয়ে নিলেন ৭-৫ ফলে। এর পর তৃতীয় সেট ৬-৩ ফলে আলকারাজ সহজেই জিতে গেলেও চতুর্থ সেটে আবার দুই প্রতিদ্বন্দ্বীর ফের লড়াই দেখল উইম্বলডন। শেষ পর্যন্ত সমানে সমানে লড়ে ফ্রিৎজ ম্যাচ নিয়ে গেলেন টাইব্রেকারে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হার স্বীকার করতে হল। চূড়ান্ত সেট আলকারাজ জিতে গেলেন ৭-৬ (৬) ফলে। এই নিয়ে পর পর তিন বার উইম্বল্ডনের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ।