নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরের ওপর। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২-৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ, সোমবার (১৫ জুলাই) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে।
বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেন্টিমিটার) সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।
উত্তরবঙ্গেও আজ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরে আরও সক্রিয় হবে বর্ষা
আবহাওয়াবিদদের মতে, ১৭ জুলাইয়ের পর উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা অতি সক্রিয় হয়ে উঠতে পারে। সেই সময় থেকে পরবর্তী ৪-৫ দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ ও উত্তর দিনাজপুরে বন্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।