Homeখেলাধুলোউইম্বলডন ২০২৫: পুরুষদের টেনিসে নতুন চ্যাম্পিয়ন, আলকারাজকে হারিয়ে মাত করলেন সিনার

উইম্বলডন ২০২৫: পুরুষদের টেনিসে নতুন চ্যাম্পিয়ন, আলকারাজকে হারিয়ে মাত করলেন সিনার

প্রকাশিত

লন্ডন: বদলা নিতে ঠিক পাঁচ সপ্তাহ লাগল। স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজকে উইম্বলডন পুরুষদের টেনিসে চ্যাম্পিয়ন খেতাব জিতে নিলেন ইটালির ইয়ানিক সিনার। এই নিয়ে চারটি গ্র্যান্ড স্লাম খেতাব ঢুকল সিনারের ঝুলিতে।

রবিবার লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকেট ক্লাবে আয়োজিত উইম্বলডন ফাইনালে শীর্ষ বাছাই সিনার ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ হারালেন দ্বিতীয় বাছাই আলকারাজকে।  

ইয়ানিক সিনার বিশ্ব টেনিস র‍্যাঙ্কিং-এ এক নম্বর আর কার্লোস আলকারাজ দু’ নম্বর। ঠিক পাঁচ সপ্তাহ আগে সিনার ফরাসি ওপেনের ফাইনালে হেরে গিয়েছিলেন আলকারাজের কাছে। উইম্বলডনে জয় সেই পরাজয়ের বদলা।

প্রথমবার উইম্বলডনের ফাইনালে খেলছেন। স্বভাবতই একটু নার্ভাস ছিলেন সিনার। আর তারই সুযোগ নেন দু’ বারের চ্যাম্পিয়ন আলকারাজ। প্রথম সেটটা দুর্দান্ত ভাবে শুরু করেন তিনি। ২২ বছরের আলকারাজ বিশ্ব টেনিসে শীর্ষতম খেলোয়াড়ের সার্ভিস ভেঙে প্রথম সেট ৪৫ মিনিটেই দখল করেন। সেটের ফল দাঁড়ায় আলকারাজের পক্ষে ৬-৪।

ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ছবি Wimbledon ‘X’ থেকে নেওয়া।

কিন্তু তার পরেই খেলার মোড় ঘুরিয়ে দেন ২৩ বছরের সিনার। ফাইনাল ম্যাচে ঠান্ডা মাথায় নিজেকে ফিরিয়ে আনেন। পর পর তিনটি সেট সহজেই দখল করে নেন। প্রতিটি সেটেরই ফল দাঁড়ায় সিনারের পক্ষে ৬-৪ করে। শেষ পর্যন্ত ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ফলে ম্যাচে মাত করেন ইয়ানিক সিনার।

ইটালির ঘরে প্রথম গেল উইম্বলডন খেতাব

আলকারাজকে হারিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সিনার। কোর্টের মধ্যেই ডিগবাজি খান। তার পর চক্কর মারেন। ইয়ানিক সিনারই প্রথম ইটালির ঘরে উইম্বলডন খেতাব নিয়ে এলেন। এই জয়ের মাধ্যমে তিনি যে শুধু ফরাসি ওপেনের ফাইনালে পরাজয়ের প্রতিশোধই নিলেন না, গ্র্যান্ড স্লাম জেতার ব্যাপারে আলকারাজের কাছ থেকে আর একটা ফাইনাল জেতা দূরে থাকলেন।

জয়ের পর সিনার বলেন, “আমি কখনও ভাবিনি আমি এই জায়গায় আসতে পারব (উইম্বল্ডন জেতা)। প্যারিসে হারটা খুব কষ্ট দিয়েছিল। কিন্তু আমি বোঝার চেষ্টা করেছিলাম, আমি কী ভুল করেছি এবং সেগুলো শোধরানোর চেষ্টা করেছি।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।