বিশিষ্ট পর্বতারোহী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের অভিযাত্রীরা (ম্যাক) ৬২১৩ মিটার (২০৪৪৩ ফুট) উচ্চতাবিশিষ্ট ‘কোয়া রঙ ২’ শিখর সাফল্যের সঙ্গে আরোহণ করলেন। অভিযাত্রীদলে ছিলেন ম্যাক-এর ৫ জন সদস্য এবং ২ জন শেরপা। সদস্যরা হলেন সনাতন দাস, বসন্ত সিংহ রায়, প্রশান্ত সিংহ, যদু দেবনাথ এবং পার্থ সারথি লায়ক। দলে ছিলেন মিংমা তেনজিং শেরপা এবং পাসাং রিতা শেরপাও।
অভিযাত্রীদলের মূল লক্ষ্য ছিল ৬৭৯৫ মিটার (২২২৯৩ ফুট) উচ্চতাবিশিষ্ট মাউন্ট গিয়া আরোহণ করা। এই উদ্দেশ্যে ২ জুলাই তারা পৌঁছে যায় লাদাখের চুমুর গ্রামে। লাদাখ ও হিমাচল প্রদেশের সীমানায় মাউন্ট গিয়ার অবস্থান ভারত-চিন সীমান্তের খুব কাছে। চুমুর গ্রামে প্রহরারত আইটিবিপি (ইন্দো টিবেটান বর্ডার পুলিশ) এবং ভারতীয় সেনাবাহিনীর ইউনিট নিরাপত্তাজনিত কারণে অভিযাত্রীদলকে ফিরিয়ে দেয়। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন (আইএমএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রয়োজনীয় অনুমতি অভিযাত্রীদলের ছিল।
যা-ই হোক, অভিযানের সমস্ত প্রস্তুতি আর প্রচুর খরচের কথা ভেবে ফেরার পথে হিমাচলের লাহুল-স্পিতি জেলার ‘কোয়া রঙ ২’ শিখর আরোহণের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন অভিযাত্রীদলের সদস্যরা। ৩ জুলাই আইএমএফ থেকে অনুমতি নিয়ে মানালি-লেহ জতীয় সড়কের উপর অবস্থিত প্যাটসিও থেকে অভিযান শুরু হয়। শেষ পর্যন্ত ১৩ জুলাই দলনেতা বসন্ত সিংহ রায়-সহ ম্যাক-এর ৫ জন সদস্য এবং ২ জন শেরপা সফল ভাবে ‘কোয়া রঙ ২’ শিখরে আরোহণ করেন। বৃহস্পতিবার অভিযাত্রীদলটি মানালিতে নিরাপদে ফিরে এসেছে।
ছবি: পাসাং রিতা শেরপা