বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করল চিন। শনিবার তিব্বতের নিয়িংচি শহরে ব্রহ্মপুত্র নদের উপর ‘মেইনলিং হাইড্রোপাওয়ার স্টেশন’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সরকারি সংবাদ সংস্থা ‘শিনহুয়া’র খবর অনুযায়ী, এই প্রকল্পে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় ১৬৭.৮ বিলিয়ন ডলার খরচ হবে।
প্রকল্পটি তিব্বতের ইয়ারলুং জাংবো (ভারতের ব্রহ্মপুত্র) নদীর নিম্নপ্রবাহে অবস্থিত। নির্মাণের স্থান ভারতের অরুণাচল সীমান্তের একেবারে কাছেই। প্রকল্পটিকে ঘিরে যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। দুই দেশই ব্রহ্মপুত্র নদে নিম্ন অববাহিকায় অবস্থিত হওয়ায়, এই বাঁধের জলপ্রবাহ নিয়ন্ত্রণের প্রভাব তাঁদের উপর পড়তে পারে বলে আশঙ্কা।
জানা গিয়েছে, প্রকল্পে মোট ৫টি ক্যাসকেড হাইড্রোপাওয়ার স্টেশন নির্মিত হবে। ২০২৩ সালের এক রিপোর্ট অনুসারে, এই প্রকল্প থেকে প্রতি বছর ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা ৩০০ মিলিয়ন মানুষের বার্ষিক বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে।
চিন জানিয়েছে, এই প্রকল্পের বিদ্যুৎ মূলত দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে, যদিও তিব্বতের স্থানীয় প্রয়োজনও এতে মেটানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না-সহ একাধিক সংস্থার প্রতিনিধিরা।
প্রসঙ্গত, কিছুদিন আগে ভারত এই প্রকল্প নিয়ে চিনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিল। পরে বাংলাদেশও একই দাবি তোলে। নদীর স্বাভাবিক গতি ও ভাটির দেশের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক নিয়মকানুন মেনে কাজ চালানোর আহ্বান জানিয়েছে দুই দেশই।